এক্সপ্লোর
Advertisement
বিরাট নিজের বায়োপিকে অভিনয় করতে তৈরি তবে শর্ত, নায়িকা করতে হবে অনুষ্কাকে
অনুষ্কার সঙ্গে দেখা হওয়ার আগে তিনি অত্যন্ত আত্মকেন্দ্রিক ছিলেন, নিজের কমফর্ট জোন থেকে বার হতে চাইতেন না, স্বীকার করেছেন তিনি।
নয়াদিল্লি: নিজের বায়োপিকে অভিনয়ে তাঁর কোনও আপত্তি নেই, তবে নায়িকা করতে হবে স্ত্রী অনুষ্কা শর্মাকে। এক ইনস্টাগ্রাম লাইভ ভিডিও সেশলে বিরাট কোহলি জানালেন এ কথা।
ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীর সঙ্গে ওই সেশনে যোগ দেন কোহলি। সেখানে নানা বিষয় নিয়ে আলোচনা করেন তাঁরা। বিরাট বলেন, তিনি অবশ্যই নিজের বায়োপিকে অভিনয় করতে চাইবেন তবে অনুষ্কাকে সঙ্গে চাই। আজ তিনি মানুষ হিসেবে যেমন, তাঁর কৃতিত্ব স্ত্রীকেই দিয়েছেন তিনি। বিরাট বলেছেন, আমি বরাবর এমন ছিলাম না। আমি বরাবর বিশ্বাস করি, প্রত্যেকের একটা দানশীল, উদার দিক আছে। এমন কারও আপনার জীবনে আসেন, যিনি সেই দিকটা বার করে আনেন। আমার পক্ষে অনুষ্কার সঙ্গে দেখা হওয়া এমন একটা মুহূর্ত ছিল, যখন বুঝতে পারলাম, সব সময় নিজের কথা ভাবলে চলে না। অন্যের কথাও ভাবতে হয়, সেভাবে বাঁচতে হয়।
বিরাট বলেছেন, তখন আপনার আত্মবিশ্বাস বাড়তে থাকে, বিশ্বাস হয়, আপনি অন্যকে সাহায্য করতে পারবেন। অনুষ্কা আমাকে উপলব্ধি করান, আমি যে জায়গায় আছি, তার আশপাশের মানুষজনের উন্নতিতে আমাকে চেষ্টা করতে হবে। যদি কেউ আমার কাছে সাহায্যের জন্য আসে, আর আমার পক্ষে সম্ভব হয়, তবে আমি অবশ্যই সাহায্য করি।
অনুষ্কার সঙ্গে দেখা হওয়ার আগে তিনি অত্যন্ত আত্মকেন্দ্রিক ছিলেন, নিজের কমফর্ট জোন থেকে বার হতে চাইতেন না, স্বীকার করেছেন তিনি। কিন্তু অনুষ্কার সঙ্গে অনর্গল কথাবার্তায় তিনি বোঝেন, শুধু নিজের কথা ভাবা নয়, সঙ্গীর কথাও ভাবা জরুরি। বিরাট জানিয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement