এক্সপ্লোর
হবে কোয়ারান্টাইন সেন্টার, ওয়াংখেড়ে স্টেডিয়াম তাদের হাতে তুলে দিতে এমসিএ-কে নির্দেশ দিল বৃহন্মুম্বই পুরসভা, রাজি না হলে ব্যবস্থার হুমকি
চিঠির জবাবে এমসিএ সচিব সঞ্জয় নায়েক জানিয়েছেন, তাঁরা সব ধরনের সহযোগিতার জন্য প্রস্তুত।

মুম্বই: ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে করোনার কোয়ারান্টাইন সেন্টার খোলার সিদ্ধান্ত নিয়েছে বৃহন্মুম্বই পুরসভা। স্টেডিয়ামটি তাদের হাতে তুলে দেওয়ার জন্য তারা নির্দেশ দিয়েছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন বা এমসিএ-কে। এই ওয়াংখেড়েতেই ২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপ হয়েছিল। জানা গিয়েছে, বৃহন্মুম্বই পুরসভা বা বিএমসি এমসিএ-কে চিঠি লিখে বলেছে, ঐতিহ্যবাহী এই স্টেডিয়ামে করোনা রোগীদের কোয়ারান্টাইন সেন্টার হবে। এছাড়া স্টেডিয়ামের কিছুটা অংশে মুম্বইয়ের এ ওয়ার্ডের এমার্জেন্সি স্টাফদের থাকার ব্যবস্থা হবে। এ জন্য যে বিল হবে তা আলাদা করে পাঠিয়ে দেওয়া হবে এমসিএ-কে, জানিয়েছে বিএমসি। আর যদি এমসিএ রাজি না হয় তবে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ নম্বর ধারায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। চিঠির জবাবে এমসিএ সচিব সঞ্জয় নায়েক জানিয়েছেন, তাঁরা সব ধরনের সহযোগিতার জন্য প্রস্তুত। গতকাল শুধু মুম্বইতেই করোনা রোগীর সংখ্যা সব মিলিয়ে ১৮,০০০ পেরিয়েছে। আর মহারাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ৬৫৫।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















