WB Election 2021: অসুস্থ হয়ে ভোটকর্মীর মৃত্যু আসানসোলে
ডিসিআরসি কেন্দ্রে এসে অসুস্থ বোধ করেন অসীমা মুখোপাধ্যায়। আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই ভোটকর্মীকে।
আসানসোল: আসানসোলে অসুস্থ হয়ে ভোটকর্মীর মৃত্যু। ডিসিআরসি কেন্দ্রে এসে অসুস্থ বোধ করেন অসীমা মুখোপাধ্যায়। আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই ভোটকর্মীকে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। রূপনারায়ণপুর প্রাথমিক স্কুলের শিক্ষিকা ছিলেন অসীমা মুখোপাধ্যায়।
আগামিকাল, সোমবার রাজ্যে সপ্তম দফার নির্বাচন। আর এদিন ভোটগ্রহণ আসানসোলেও। আজ, রবিবার থেকেই বিভিন্ন বিধানসভা কেন্দ্রে ভোটের ডিউটিতে যেতে শুরু করেছেন ভোটকর্মীরা। রূপনারায়ণপুর প্রাথমিক স্কুলের শিক্ষিকা অসীমা মুখোপাধ্যায় এদিন ভোটের ডিউটিতে যান। জানা গিয়েছে, এদিন আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে ডিসিআরসি কেন্দ্রে ইভিএম ও ভিভিপ্যাট বিতরণ করছিলেন। সেই সময় হঠাৎই অসুস্থ বোধ করেন ওই ভোটকর্মী। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হাসপাতালে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
এদিকে ভোটকর্মীদের ভাতা বিলি নিয়ে বিশৃঙ্খলা মালদহের পলিটেকনিক কলেজ ডিসিআরসি-তে। ক্যাশ কাউন্টারের চেয়ার-টেবিল মাইক্রোফোন উল্টে ফেলে বিক্ষোভ দেখালেন ভোটকর্মীরা।
করোনা আক্রান্ত খড়দার তৃণমূল প্রার্থীর মৃত্যু। করোনায় মৃত্যু খড়দার তৃণমূল প্রার্থী কাজল সিনহার। কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু কাজল সিনহার। তিন দিন ভেন্টিলেশনে থাকার পর মৃত্যু হল তাঁর।এর আগে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুরের দুই প্রার্থীর করোনায় মৃত্যু হয়েছিল। ফলে ওই দুই আসনে ভোট স্থগিত রাখা হয়েছে। রাজ্য বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফায় ২২ এপ্রিল খড়দা আসনে ভোটগ্রহণ হয়েছে।গত ২১ এপ্রিল শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়। ২৩ এপ্রিল অবস্থার আরও অবনতি হয়। আজ সকাল সাড়ে নটা পঁয়তাল্লিশ নাগাদ তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
কাজল সিনহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ট্যুইট করে লিখেছেন, আমাদের খড়দার প্রার্থী কাজল সিনহার কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুর খবরে মর্মাহত। মানুষের সেবায় তিনি আত্মনিবেদন করেছিলেন। সবেমাত্র অক্লান্ত প্রচার অভিযান শেষ করেছিলেন। তাঁর অভাব অনুভব করব। তাঁর পরিবারবর্গকে আমার সমবেদনা।