Rahul Gandhi on Election : জনগণের রায় মেনে নিলাম, টুইট রাহুলের
কৃষক আন্দোলন অক্সিজেন জোগালেও পাঁচ রাজ্যের নির্বাচনে আশানুরূপ ফল পেল না কংগ্রেস। ভোটর ফল বেরোনোর পর নিজেই এই নিয়ে মুখ খুললেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী। পাশাপাশি দলের কর্মীদের জন্যও বার্তা দিলেন তিনি।
দিল্লি : কৃষক আন্দোলন অক্সিজেন জোগালেও পাঁচ রাজ্যের নির্বাচনে আশানুরূপ ফল পেল না কংগ্রেস। ভোটের ফল বেরোনোর পর নিজেই এই নিয়ে মুখ খুললেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী। পাশাপাশি দলের কর্মীদের জন্যও বার্তা দিলেন তিনি।
এদিন টুইটারে রাহুল গাঁধী লেখেন, ''আমরা বিনীতভাবে জনগণের এই রায়কে মেনে নিচ্ছি। পাশাপাশি দলের সব কর্মী ও সমর্থকদের জানাই কৃতজ্ঞতা। যাঁরা ময়দানে আমাদের পাশে ছিলেন। পরবর্তীকালেও আমরা আমাদের নীতি ও আদর্শের জন্য লড়াই করব। জয় হিন্দ।''
চার রাজ্য-সহ এক কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটের ফল প্রকাশিত হয় রবিবার। তামিলনাড়ু বাদে বাকি সব রাজ্যে খারাপ ফল করে কংগ্রেস। দক্ষিণের রাজ্যে ডিএমকে-র সঙ্গে গাঁটছড়া বেঁধে ভোটযুদ্ধে নেমেছিল কংগ্রেসে। নির্বাচনের ফল বলছে, তামিলনাডুতে জয় পেয়েছে ডিএমকে। জোট সঙ্গীর এই জয়ে অভিনন্দন জানিয়েছেন রাহুল। তিনি বলেন, ''এমকে স্টালিন জয়ের জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি। তামিলনাড়ুর জনগণ পরিবর্তনের জন্য ভোট দিয়েছে। আপনার নেতৃত্বে রাজ্যে সেই পরিবর্তন আমরা করে দেখাব।''
রাজনীতির কারবারিরা বলছেন, পশ্চিমবঙ্গে বামেদের সঙ্গে জোট করে ভোটে লড়েছে কংগ্রেস। অথচ কেরলে এই বামেদের বিরুদ্ধে বিরোধী দল হিসাবে দাঁড়িয়েছে কংগ্রেস। পরিবর্তিত পরিস্থিতিতে নিজেদের ভোট কৌশল তৈরি করেছে পার্টি। রাহুল গাঁধী নিজেই কেরলের ওয়ানাড়ের সাংসদ। ভোট বৈতরণী পার করতে কেরলে প্রচার করেছেন তিনি। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শেষবেলায় প্রচারে যান রাহুল। যা নিয়ে অনেক প্রশ্ন শুনতে হয় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীকে।
এদিকে চার রাজ্য ও পুদুচেরিতে ভোটের ফল ঘোষণার পরই সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস। দলের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, ''অসম ও কেরলে আরও ভালো ফল প্রত্যাশা করেছিল কংগ্রেস। যদিও সেই অনুযায়ী ফল হয়নি। বিস্তারিত ফল আসার পর তা নিয়ে আলোচনা হবে। পরবর্তীকালে ভুল থেকে শিক্ষা নেব আমরা। বাকি যারা ভোটে জিতেছেন, আশা করছি তাঁরা নিজেদের প্রতিশ্রুতি পালন করবেন। পাশাপাশি কোভিড পরিস্থিতিতে মানুষের জীবন বাঁচানোর জন্য সেরাটা দেবেন।''