এক্সপ্লোর
আগামী সপ্তাহে নামতে পারে পারদ, রবিবার থেকে রাজ্যে শীতের আমেজ
আজ ভোর থেকে চাকদা, কল্যাণী, রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর সহ নদিয়ার অধিকাংশ জায়গায় ঘন কুয়াশার আস্তরণ দেখা যায়।

রবিবার থেকে রাজ্যে শীতের আমেজ। আগামী সপ্তাহ থেকে নামতে পারে পারদ। ৫ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা। কমবে পুবালি হাওয়ার প্রভাব। নতুন করে রাজ্যে ঢুকবে পশ্চিমী ঝঞ্ঝা। উত্তুরে হাওয়ায় পারদ নামার সম্ভাবনা। পাশাপাশি, আজ ও কাল মেঘলা আকাশ, দুই বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।আকাশ মেঘলা হওয়ায় আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি উপরে। অন্যদিকে, পুরুলিয়ায় আজ সকাল থেকে আকাশ কালো করে মেঘ, ঝোড়ো হাওয়ার পাশাপাশি শুরু হয় বৃষ্টি। মেঘ সরলে পারদ নামবে বলে আশা পুরুলিয়াবাসীর। পাশাপাশি, আজ ভোর থেকে চাকদা, কল্যাণী, রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর সহ নদিয়ার অধিকাংশ জায়গায় ঘন কুয়াশার আস্তরণ দেখা যায়। কমে যায় দৃশ্যমানতা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেটে যায় কুয়াশা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি






















