I-PAC ED Raid: লাউডন স্ট্রিটের বহুতলের সিসি ক্যামেরার DVR বাজেয়াপ্ত করে পাঠানো হল ফরেন্সিকে
ABP Ananda LIVE : আইপ্য়াকের অফিস এবং কর্ণধারের বাড়িতে ED-র তল্লাশি ঘিরে তুঙ্গে সংঘাত। ৭ নম্বর লাউডন স্ট্রিটের বহুতলের সিসি ক্যামেরার DVR বাজেয়াপ্ত করে পাঠানো হল ফরেন্সিকে। ওই বহুতলের ফেসিলিটি ম্যানেজারকে নোটিস পুলিশের। ঘটনার দিন সকালে কারা কর্তব্যরত ছিল, তাদের নামের তালিকা জানতে চাইল পুলিশ। পরিচারিকা সহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড পুলিশের। ইডি-র যে টিম ওই দিন তল্লাশিতে এসেছিল সেই টিমে কারা ছিল ?কতজন সিআরপিএফ জওয়ানকে সঙ্গে নিয়ে ইডি তল্লাশিতে এসেছিল ? কোনও ফরেন্সিক এক্সপার্ট ছিল কিনা ইডি-র কাছে জানতে চাইবে পুলিশ। সকাল ৬ থেকে তল্লাশি শুরু হলেও সকাল ১১.৩০ ইডি -র তরফে থানাকে ইমেল করে জানানো হয়, দাবি পুলিশের। যে ইডি আধিকারিক থানাকে ই-মেল করেছিলেন তাঁকেও নোটি পাঠানো হবে, পুলিশ সূত্রে খবর। ফ্ল্যাটের ভিতরে ঠিক কি পরিস্থিতি হয়েছিল, জানতে আইপ্যাক কর্ণধার এবং তাঁর পরিবারের সদস্যদের বয়ান রেকর্ড করবে পুলিশ। যখন crpf আধিকারিকরা পুলিশকে বাধা এবং ধাক্কা দেয় তখন কর্তব্যরত কয়েকজন পুলিশকর্মীর ইউনিফর্মে বডিক্যাম ছিল, পুলিশ সূত্রে খবর। সেইসব বডিক্যাম ফুটেজ পরীক্ষার কাজ শুরু করল পুলিশ



















