(Source: ECI/ABP News/ABP Majha)
Weather Update: ৪০ ডিগ্রির কোঠা পেরোল পারদ, গরমে হাঁসফাঁস দেশের নানা প্রান্ত
দেশের উত্তর-পশ্চিমাংশের বড় অংশে সোমবারও পারদ ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। তার মধ্যেই আমদাবাদের সড়কে যান চলাচল।
নয়াদিল্লি: তীব্র তাপদাহে ফুটছে দেশ। বৈশাখের শুরুতেই তীব্র দহন। দেশের নানা প্রান্তে এদিনও তাপমাত্রার পারদ পেরোল ৪০ ডিগ্রি। যে তালিকায় রয়েছে বাংলার একাধিক জেলার নামও। রাজ্যের বাঁকুড়া, গুজরাতের আমদাবাদ, রাজস্থানের চুরু, চণ্ডীগড় ও অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া, দিল্লি তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। গুরুগ্রামের তাপমাত্রা এদিন ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস।
বৈশাখের শুরুতেই তীব্র দহন: দেশের উত্তর-পশ্চিমাংশের বড় অংশে সোমবারও পারদ ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। তার মধ্যেই আমদাবাদের সড়কে যান চলাচল। রাজধানী দিল্লিতেও পর পর দুদিন তাপপ্রবাহ জারি রইল। গরমের হাত থেকে রেহাই পায়নি দেহরাদুন। তবে দিল্লির জন্য আশার বাণী শুনিয়েছে আবহাওয়া দফতর। আগামীকাল আংশিক মেঘলা আকাশ ও হালকা বৃষ্টি সাময়িক স্বস্তি দিতে পারে রাজধানীকে। দেশের বহু অংশের ক্ষেত্রে অবশ্য সেই আশ্বাসবাণী নেই।
প্রবল গরমে প্রাণ ওষ্ঠাগত। এই পরিস্থিতিতে সুখবর শোনাল আবহাওয়া দফতর। পূর্বাভাসে তারা জানিয়েছে, শনিবার থেকে তাপপ্রবাহ পরিস্থিতির উন্নতি হতে পারে। অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৪০ ডিগ্রির নীচে নামতে পারে তাপমাত্রা। তবে শুক্রবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহ চলবে। আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গেও ৪০ ডিগ্রি ছুঁয়েছে পারদ। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। শনিবার থেকে গরম খানিকটা কমলেও এখনই বৃষ্টির কোনও পূর্বাভাস নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
প্রবল গরমে খোলা আকাশের নিচে সরকারি অনুষ্ঠান। মহারাষ্ট্রে হিট স্ট্রোকে মৃত্যু হল ১১ জনের। অসুস্থ আরও কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছেন। গোটা দেশের একাধিক রাজ্যে তাপপ্রবাহ চলছে। এর মধ্যেই নভি মুম্বইয়ে মহারাষ্ট্র সরকারের ‘মহারাষ্ট্র ভূষণ পুরস্কার’ অনুষ্ঠান চলছিল। মঞ্চে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে-সহ একাধিক মন্ত্রী। প্রশাসন সূত্রে খবর, অনুষ্ঠান দেখতে খোলা আকাশের নীচে ভিড় জমান বহু মানুষ। ওখানেই বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। ১১ জনের মৃত্যু হয়। মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: North 24 Parganas Weather: তীব্র গরমে পুড়ছে বাংলা, আজ কেমন উত্তর ২৪ পরগনার আবহাওয়া?