Duare Sarkar Camp: ১৬ অগাস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্প : মুখ্যমন্ত্রী
১৬ অগাস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্প হবে। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা : ১৬ অগাস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্প হবে। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, দুয়ারে সরকার-এ ৯৯ শতাংশ কাজ পেয়েছে জনগণ। ১৬ অগাস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্প হবে। ৮ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত কাজ খতিয়ে দেখা হবে। ১৭ হাজারের বেশি ক্যাম্পে নথি খতিয়ে দেখা হবে। ১৮টি প্রকল্পের সুবিধা পেতে ক্যাম্পে আবেদন করা যাবে । ১৮টি স্কিম এখান থেকে দেওয়া হবে।
তিনি আরও বলেন, লক্ষ্মীর ভাণ্ডারের জন্য বিনামূল্যে ফর্ম পাওয়া যাবে। ক্যাম্পে যাবেন। সরকারি অফিসার ফর্ম দিয়ে দেবেন। তাতে একটি নির্দিষ্ট নম্বর থাকবে। অন্য কোনও ফর্ম জমা নেওয়া হবে না। প্রকল্পের সুবিধা পেতে কোনও ট্যাক্স দিতে হবে না। কোনও অভিযোগ থাকলে বিশেষ হেল্পলাইন নম্বরে ফোন করতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, যদি কোনও অভিযোগ থাকে সরাসরি মুখ্যমন্ত্রীর অফিসে টোল ফ্রি নম্বরে জানাতে পারেন। ১০৭০/২২১৪৩৫২৬-এই নম্বরে। বাংলা সহায়ক কেন্দ্রেও অভিযোগ জানানো যাবে।
এদিকে আজ আরও কিছুদিন লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, তৃতীয় ঢেউ দেখে নিয়ে লোকাল ট্রেনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যাঁরা কলকাতা আসতে চান, তাঁদের অসুবিধা হচ্ছে জানি। বাস-মেট্রো চালু করে দেওয়া হয়েছে। কিন্তু, সেপ্টেম্বরে যেহেতু থার্ড ওয়েভ আসার কথা রয়েছে, তাই আমাদের এটা নিয়ন্ত্রণে রাখতে হবে। লোকাল ট্রেনে আসতে পারছেন না বলে অনেকের অসুবিধা হচ্ছে জানি। কিন্তু মানুষের জীবনের থেকে বড় কিছু তো নয়। তাই আরও কয়েকটা দিন কষ্ট করতে হবে। কলকাতার আশপাশের যেসব জেলাগুলো হুগলি, উত্তর ২৪ পরগনা, বর্ধমান এইসব জেলায় যদি ৫০ শতাংশও ভ্যাকসিন সম্পন্ন করে দেওয়া যায় তাহলে রুরাল ট্রেন চালু করে দেওয়া যাবে। কোনও অসুবিধা নেই। বাস, মেট্রো, অটো, দূরপাল্লার ট্রেন- সবই চলছে। কিন্তু, লোকাল ট্রেনটা আরও কিছুটা সময় নিচ্ছি। কারণ, তৃতীয় ঢেউটা দেখে নিতে হবে।