WB Corona Cases: নিম্নমুখী রাজ্যের দৈনিক সংক্রমণ, ফের কমল একদিনে মৃত্যুর সংখ্যা
একদিনে করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন ১০ হাজার ৫১২ জন
কলকাতা: রাজ্যের করোনা গ্রাফে আরও একটু আশার আলো। ফের কমল দৈনিক সংক্রমণ। কমেছে দৈনিক মৃত্যুও। দৈনিক সংক্রমণ এবং মৃত্যুতে এখনও শীর্ষে উত্তর ২৪ পরগনা।
স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুয়ায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৮৪ জন। মৃত্যু হয়েছে ৯৫ জনের। একদিনে করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন ১০ হাজার ৫১২ জন। একদিনে সুস্থতার হার ৯৭. ৮৩ শতাংশ। রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৫ হাজার ২২৩। মোট অ্যাক্টিভ কেস ১৪ হাজার ৭০২। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, মোট আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ৩৭ হাজার ৪৪৬। মোট মৃতের সংখ্যা ১৬ হাজার ৫৫৫। একদিনে উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ৯৯৬, মৃত্যু ২০ জনের। কলকাতায় আক্রান্তের সংখ্যা ৫৪৭, মৃত্যু হয়েছে ১৭ জনের।
সোমবারই রাজ্যে দৈনিক সংক্রমণ ৬ হাজারের নীচে নামে। ৩৬ দিন পর গতকাল মঙ্গলবার রাজ্যে করোনায় একদিনে ১০০-র নীচে নামে মৃত্যু। গতকাল স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে একদিনে মৃত্যু হয় ৯৮ জনের। ৩৬ দিন আগে ৩ মে রাজ্যে করোনায় মৃত্যু পরিসংখ্যান ছিল ৯৮। করোনায় মৃত্যু তারপর থেকে প্রতিদিনই ১০০-র গণ্ডি ছাড়িয়েছে। গতকাল স্বাস্থ্য দফতরের আজকের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে রাজ্যে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪২৭ জন। সোমবার সংখ্যাটা ছিল ৫ হাজার ৮৮৭। রবিবার সংখ্যাটা ছিল ৭ হাজার ২।
এদিকে বুধবার ফের ৯০ হাজার ছাড়াল দৈনিক সংক্রমণ। দৈনিক মৃত্যুর সংখ্যা আজও ২ হাজারের বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ৫৯৬ জন। একদিনে মৃত্যুর সংখ্যা ২ হাজার ২১৯। দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯০ লক্ষ ৮৯ হাজার ৬৯। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৫৩ হাজার ৫২৮ জনের। দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা কমে হয়েছে ১২ লক্ষ ৩১ হাজার ৪১৫। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৭৫ লক্ষ ৪ হাজার ১২৬ জন। একদিনে সুস্থতার সংখ্যা ১ লক্ষ ৬২ হাজার ৬৬৪।