Bangladesh News: হরিহরপাড়া থেকে ধৃত জঙ্গির বাড়ি থেকে উদ্ধার বইতে জেহাদি কার্যকলাপের তথ্য ? | ABP ANANDA LIVE
ABP ANANDA LIVE: হরিহরপাড়া থেকে ধৃত জঙ্গি আব্বাস আলির বাড়ি থেকে উদ্ধার হয়েছে বাংলাদেশের জঙ্গিগোষ্ঠী আনসারুল্লা বাংলা টিমের প্রধান জসিমউদ্দিন রহমানির লেখা বই। সূত্রের দাবি, তাতে জেহাদি কার্যকলাপের বিস্তারিত তথ্য রয়েছে। তাহলে কি জেহাদি ভাবধারা ছড়িয়ে দেওয়াই মূল উদ্দেশ্য ছিল তাদের? গোয়েন্দারা জানতে পেরেছেন, ধৃত আরও ২ জঙ্গি নুর ইসলাম মণ্ডল ও মুজিবর রহমানও এসেছিল মুর্শিদাবাদে। বাংলায় সিল্পার সেল তৈরির পরিকল্পনা ছিল তাদের।
আরও খবর...
প্যানেল বাতিলের আশঙ্কায় ফের পথে SLST চাকরিপ্রাপকরা। গতকাল শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন SLST-র ২০১৬-র প্য়ানেলে থাকা শিক্ষক শিক্ষিকারা। রাত ১১টা পর্যন্ত রানি রাসমণি অ্যাভিনিউয়ে অবস্থান চলার পর, পুলিশ গিয়ে অবস্থান তুলে নেওয়ার নির্দেশ দেয়। এই নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ান SLST শিক্ষক-শিক্ষিকারা। এরপর তাঁরা ওয়াই চ্য়ানেলে ধর্না-অবস্থান শুরু করেন।
পাসপোর্ট জালিয়াতিকাণ্ডের তদন্তে বাংলাদেশের নাগরিকদের জন্য ভুয়ো পাসপোর্ট সংক্রান্ত নথি যাচাইয়ে তৎপর পুলিশ। সূত্রের খবর, এখনও পর্যন্ত কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের ইস্যু করা জন্মের শংসাপত্র মিলেছে সবচেয়ে বেশি। দত্তপুকুরের কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের কাছে জানতে চাওয়া হয়েছে, এখান থেকে ভুয়ো জন্মের শংসাপত্র তৈরি করা হয়েছিল কি না। পঞ্চায়েতের তরফে দাবি করা হয়েছে, এখান থেকে এই ধরনের কোনও নথি ইস্যু করা হয়নি। বারাসাত পুুরসভা, বনগাঁ এবং কল্যাণীতেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ নিয়ে চিঠি পাঠানো হয়েছে।