WB Election 2021: পরিবর্তন যাত্রায় বোমাবাজির অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রী ও নির্বাচন কমিশনকে চিঠি বিজেপির
দিলীপ ঘোষের কনভয়ে হামলা, বোমাবাজির অভিযোগ। এই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও নির্বাচন কমিশনে চিঠি বিজেপির। চিঠির প্রতিলিপি পাঠানো হল রাজ্যের স্বরাষ্ট্রসচিব, ডিজিপিকে।
কলকাতা: গতকাল, শনিবার মিনাখাঁয় বিজেপির পরিবর্তন যাত্রায় বোমাবাজি। দিলীপ ঘোষের কনভয়ে হামলা, বোমাবাজির অভিযোগ। এই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও নির্বাচন কমিশনে চিঠি বিজেপির। চিঠির প্রতিলিপি পাঠানো হল রাজ্যের স্বরাষ্ট্রসচিব, ডিজিপিকে। বিজেপি নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায় ওই চিঠিতে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন ।
বিধানসভা নির্বাচনের মুখে অগ্নিগর্ভ উত্তর ২৪ পরগনার মিনাখাঁ! একদিকে বিজেপির রাজ্য সভাপতির কনভয়ে বোমাবাজির অভিযোগ! আরেক দিকে তৃণমূলের পার্টি অফিস ঘিরে বিজেপি কর্মী-সমর্থকদের তাণ্ডব! গত শনিবার মিনাখাঁর ক্রিশ্চানপাড়া মোড়ে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য ও বিজেপি নেতা বাবু মাস্টারের গাড়িতে হামলা হয়। ঠিক একসপ্তাহের মাথায় বিজেপির পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে ফের রণক্ষেত্র মিনাখাঁ।
শনিবার বিকেলে টাকি থেকে মিনাখাঁর মালঞ্চ হয়ে বাসন্তী হাইওয়ে ধরে বামনপুকুরে যাচ্ছিল বিজেপির পরিবর্তন যাত্রার রথ। অভিযোগ, মিনাখাঁ মালঞ্চ বাজারের কাছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কনভয়ে বোমাবাজি করে তৃণমূল। ২টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। আহত ৩।
খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানান, ‘‘এরা পরিকল্পনা করেই এসব করছে, নিজেরাই ইট-বোম নিয়ে লোক ফিট করেছে, মানুষ বুঝে গেছে ৷’’ এদিন বামনপুকুরে বিজেপির সভা শেষের পর, পরিবর্তন যাত্রার রথ যখন বসিরহাটের দিকে যাচ্ছে, সেই সময় কুশানগ্রা মোড়ে তৃণমূলের পার্টি অফিসে হামলা হয়। অভিযুক্ত বিজেপি।
ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। তোলপাড় শুরু হয়ে যায় রাজনৈতিক মহলে! দোষারোপের পালা শুরু হয় তৃণমূল আর বিজেপির মধ্যে! জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, আমাদের ওপর হামলা চালিয়েছে ! অন্যদিকে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের দাবি, তৃণমূল হামলা করছে, আমাদের লোকজনকে মারে, আমাদের রথ যাওয়ার সময় বোমা ছোড়ে,গাড়িতে আগুন দিয়ে দেয়, বিনা প্ররোচনায় হামলা হয়েছিল ৷
যদিও জেলা পুলিশ সূত্রের দাবি, বোমাবাজির কোনও ঘটনা ঘটেনি। বিজেপির মিছিলের শেষপ্রান্তে থাকা দুই কর্মীকে আটকে রাখা হয় বলে গুজব রটতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বনগাঁ সাংগঠনিক জেলা হয়ে এখন বিজেপির পরিবর্তন যাত্রার রথ পৌঁছেছে বসিরহাটে। পরবর্তী-তে সেই রথ বারাসাত হয়ে আসবে ব্যারাকপুর সাংগঠনিক জেলায়। এই প্রেক্ষাপটে নিত্য অশান্তির আশঙ্কা করছে প্রশাসনের একাংশ।