West Bengal Election 2021: একুশের বিধানসভা নির্বাচনে বাড়ছে পর্যবেক্ষকের সংখ্যা
আর মাত্র কয়েক দিনের অপেক্ষা তারপরে ঘোষণা হতে চলেছে একুশের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ শহরে এসে মুখ্য নির্বাচন কমিশনার সুনিল আরোরা জানিয়েছিলেন যে পর্যবেক্ষকদের সংখ্যা বাড়বে। সূত্রের খবর, তাঁদের থাকার ব্যবস্থার জন্য সরকারি গেস্ট হাউস বুক করার প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। ইতিমধ্যে কমিশনের তরফে জেলায় জেলায় এই সংক্রান্ত নির্দেশ পাঠানো হয়েছে।
রুমা পাল, কলকাতা: পশ্চিমবঙ্গে একুশের বিধানসভা নির্বাচনে পর্যবেক্ষকের সংখ্যা ২০১৬ বিধানসভা নির্বাচনের নিরিখে ২৫% বৃদ্ধি পাচ্ছে। এমনটাই নির্বাচন কমিশন সূত্রে খবর। ২০১৬ সাধারণ পর্যবেক্ষক এসেছিলেন ১৭০ জন। পুলিশ পর্যবেক্ষক ছিলেন ৩২ জন। ব্য়য় সংক্রান্ত পর্যবেক্ষক ৭৩ জন। এবার আরও বৃদ্ধি পাচ্ছে পর্যবেক্ষকদের সংখ্যা।
আর মাত্র কয়েক দিনের অপেক্ষা তারপরে ঘোষণা হতে চলেছে একুশের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ শহরে এসে মুখ্য নির্বাচন কমিশনার সুনিল আরোরা জানিয়েছিলেন যে পর্যবেক্ষকদের সংখ্যা বাড়বে। সূত্রের খবর, তাঁদের থাকার ব্যবস্থার জন্য সরকারি গেস্ট হাউস বুক করার প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। ইতিমধ্যে কমিশনের তরফে জেলায় জেলায় এই সংক্রান্ত নির্দেশ পাঠানো হয়েছে। আবারও মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরে আগামীকাল বৃহস্পতিবার মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব সব জেলার জেলাশাসক নিয়ে ভিডিও কনফারেন্স' করবেন।
২০১৯-এর লোকসভা নির্বাচনে কমিশন নিয়ম করে দিয়েছিল যে কেউ কোনও রাজনৈতিক দলকে ডোনেশন দিতে চাইলে ১০ হাজারের বেশি দিতে পারবে না ক্যাশে। এবারে প্রথম এই বিধানসভা নির্বাচনে এই নিয়ম লাগু হবে যে ১০ হাজারের বেশি কেউ কোন রাজনৈতিক দলকে ক্যাশে ডোনেশন দিতে পারবে না। এর থেকে বেশি দিতে হলে দিতে হবে ড্রাফ্ট , চেক বা অনলাইনের মাধ্যমে। ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে যে কেউ একটি রাজনৈতিক দলকে কুড়ি হাজার পর্যন্ত ক্যাশে ডোনেশন দিতে পারতো।
এ প্রসঙ্গে জানিয়ে রাখি যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে অ্যাডিশনাল সিইও শৈবাল বর্মনকে সরিয়ে দেওয়ার পর কাল তাকে অর্থ দপ্তরের অতিরিক্ত সচিব পদ দেওয়া হয়েছিল ।সেই নির্দেশিকায় পরিবর্তন এনেছে রাজ্য সরকার। আজ তাকে অর্থ দপ্তরের বিভাগীয় সচিব করা হলো
এবারে আরও একটি নতুন নিয়ম হয়েছে কোভিড আবহে। মনোনয়ন পত্র জমা দিতে যাওয়ার সময় প্রার্থীর সঙ্গে আরও চারটি গাড়ি থাকতো কিন্তু এবার যেখানে মনোনয়ন পত্র জমা দিতে যাবেন কোন প্রার্থী সেখানে তার থেকে ১০০ মিটারের মধ্যে দুটো গাড়ি নিয়ে যেতে পারবেন। এর আগে মনোনয়নপত্র জমা দিতে গেলে কোন প্রার্থী তার সঙ্গে চারজন নিয়ে যেতে পারতেন কিন্তু এবার নিয়ে যেতে পারবেন মাত্র দুজনকে।
ভোটযুদ্ধের শেষ তুলির টান চলছে। এখন শুধু সময়ের অপেক্ষা। ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরই শুরু হয়ে যাবে আদর্শ আচরণ বিধি। থাকবে কমিশনের কড়া নজর।