WB Election 2021: গাইঘাটায় ‘মতুয়ার সাথে দিদি’ লেখা পোস্টার! অমিত শাহ-আতঙ্কে ভুগছে তৃণমূল, দাবি বিজেপির
রাজ্যের প্রায় ৪৮টি বিধানসভা আসনে জয়-পরাজয়ের বড় ফ্যাক্টর মতুয়া ভোট। ২১-এর বিধানসভা ভোটে তাই মতুয়া ভোট কোন দিকে যাবে, তা নিয়েই এখন দড়ি টানাটানি চরমে তৃণমূল ও বিজেপির মধ্যে। ইতিমধ্যেই বনগাঁয় সভা করে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ঠাকুরনগরে মতুয়া ঠাকুরবাড়ি লাগোয়া মাঠে সভা করবেন অমিত শাহ। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভার আগেই ঠাকুনরগর-সহ গোটা গাইঘাটা জুড়েই পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া এই পোস্টার!
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: নজরে মতুয়া ভোট। আগামিকাল, শনিবার উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে অমিত শাহের সভার আগে গাইঘাটা জুড়ে পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া পোস্টার-ফ্লেক্স। ‘মতুয়ার সাথে দিদি’ লেখা পোস্টারে সরকারি কাজের খতিয়ান। যা নিয়ে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে।
রাজ্যের প্রায় ৪৮টি বিধানসভা আসনে জয়-পরাজয়ের বড় ফ্যাক্টর মতুয়া ভোট। ২১-এর বিধানসভা ভোটে তাই মতুয়া ভোট কোন দিকে যাবে, তা নিয়েই এখন দড়ি টানাটানি চরমে তৃণমূল ও বিজেপির মধ্যে। ইতিমধ্যেই বনগাঁয় সভা করে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ঠাকুরনগরে মতুয়া ঠাকুরবাড়ি লাগোয়া মাঠে সভা করবেন অমিত শাহ। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভার আগেই ঠাকুনরগর-সহ গোটা গাইঘাটা জুড়েই পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া এই পোস্টার!
ওপরে বড় হরফে লেখা ‘মতুয়ার সাথে দিদি’। আর নীচে রয়েছে, মতুয়াদের জন্য রাজ্য সরকারের কাজের খতিয়ান। তৃণমূল নেত্রীর পাশাপাশি পোস্টারে রয়েছে হরিচাঁদ গুরুচাঁদের ছবি! ২০১১ সালের পর থেকে মতুয়া সম্প্রদায়ের ভোটের সিংহভাগই গেছে তৃণমূলের ঝুলিতে। কিন্তু ২০১৯-এর লোকসভা নির্বাচনে মতুয়া ভোটে ভাগ বসায় বিজেপি।
বনগাঁ ও রানাঘাটের মতো মতুয়া ভোট অধ্যুষিত লোকসভা আসন তৃণমূলের থেকে ছিনিয়ে নেয় বিজেপি। দুটি লোকসভা কেন্দ্রেই সাতটি বিধানসভার ছ’টিতেই এগিয়ে গেরুয়া শিবির।এই পরিস্থিতিতে ২১-এর বিধানসভা ভোটে হারানো মতুয়া ভোট কি ফের নিজেদের দিকে টানতে পারবে তৃণমূল? না মতুয়া ভোট ফের নিজেদের পকেটে পুরে বাজিমাত করবে বিজেপি? সিএএ এখনও কার্যকর না হওয়ায়, মতুয়াদের একাংশের মধ্যে যে অসন্তোষ তৈরি হয়েছে বলে রাজনৈতিক মহলে জল্পনা, ভোটের আগে কি তা দূর করতে পারবেন অমিত শাহ?