![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
নজর মতুয়া ভোটে, অমিত শাহের সভা বাতিল হতেই এবার আসরে নামল তৃণমূল
WB election 2021 News: দিল্লি বিস্ফোরণের জেরে বাতিল হয়ে গিয়েছে মতুয়া ঠাকুরবাড়ি লাগোয়া মাঠে অমিত শাহর শনিবারের সভা ৷ যা নিয়ে ইতিমধ্যেই ক্ষোভপ্রকাশ করেছেন মতুয়াদের একাংশ! এক মতুয়া ধর্মাবলম্বীর কথায়, ‘‘আমরা নিঃশর্ত নাগরিকত্ব চাই, কিন্তু উনি এলেন না ৷’’
![নজর মতুয়া ভোটে, অমিত শাহের সভা বাতিল হতেই এবার আসরে নামল তৃণমূল West Bengal Election 2021 TMC targets Matua Vote Bank after Amit Shah cancelled his tour নজর মতুয়া ভোটে, অমিত শাহের সভা বাতিল হতেই এবার আসরে নামল তৃণমূল](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2021/02/02010922/web-motua-still-010221.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ঠাকুরনগরে অমিত শাহের সভা বাতিল হতেই এবার আসরে নামল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় ও বড়মার ছবি সামনে রেখে মতুয়াদের দেওয়া হল উপহার। মুখ্যমন্ত্রী মতুয়াদের জন্য কী কী করেছেন তার খতিয়ানও এদিন তুলে ধরা হয়। এসব করে কিছুই করতে পারবে না তৃণমূল, পাল্টা কটাক্ষ করেছে বিজেপি।
দিল্লি বিস্ফোরণের জেরে বাতিল হয়ে গিয়েছে মতুয়া ঠাকুরবাড়ি লাগোয়া মাঠে অমিত শাহর শনিবারের সভা ৷ যা নিয়ে ইতিমধ্যেই ক্ষোভপ্রকাশ করেছেন মতুয়াদের একাংশ! এক মতুয়া ধর্মাবলম্বীর কথায়, ‘‘আমরা নিঃশর্ত নাগরিকত্ব চাই, কিন্তু উনি এলেন না ৷’’
এর ২৪ ঘণ্টার মধ্যেই মতুয়াদের একাংশের এই ক্ষোভের অ্যাডভান্টেজ নিতে মাঠে নেমে পড়ে তৃণমূল কংগ্রেস! রবিবার বনগাঁয় তৃণমূল প্রভাবিত মতুয়াদের একটি সংগঠনের তরফে এক সম্মেলনের আয়োজন করা হয়। সভামঞ্চের একপাশে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং অন্যপাশে বড়মা বীণাপাণি দেবীর ছবি। সেখানেই স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে উপস্থিত মতুয়াদের উপহার তুলে দেওয়া হয়। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মতুয়াদের জন্য কী কী করেছেন, তুলে ধরা হয় সেই খতিয়ানও। যা নিয়ে শুরু হয়ে গিয়েছে তৃণমূল ও বিজেপির চাপানউতোর! বনগাঁ পুরসভার মুখ্য প্রশাসক শঙ্কর আঢ্যের মতে, ‘‘ মতুয়ারা আমাদের সঙ্গেই আছে, বিজেপি ভাঁওতা দিয়েছে, অমিত শাহ আসেননি ৷’’
২৯ জানুয়ারি রাতেই শহরে পা দেওয়ার কথা ছিল অমিত শাহের। ঠাসা কর্মসূচি ছিল তাঁর। গোটা রাজ্য তাকিয়েছিল মতুয়া-সভা থেকে কী বলেন শাহ সেই দিকে। পাশাপাশি ডুমুরজোলার যোগদান মেলায় রাজীব বন্দ্যোপাধ্যায়দের যোগদানের মঞ্চে হাজির থাকার কথা ছিল তাঁর। কিন্তু সবটাই পণ্ড হয়ে যায় দিল্লিতে ইজরায়েল দূতাবাসের সামনে আইডি বিস্ফোরণের ঘটনা ঘটায়।
অন্যদ্কে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডলের দাবি, বিজেপির সঙ্গেই মতুয়ারা আছেন, এসব করে কিছু করতে পারবে না তৃণমূল ৷
সামনেই বিধানসভার হাইভোল্টেজ মহাযুদ্ধ। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাজ্যের ১০২টি বিধানসভা আসনে মতুয়াদের প্রভাব আছে। যার মধ্যে সরাসরি ৩০টি আসনের নিয়ন্ত্রক তাঁরাই। এই পরিস্থিতিতে মতুয়া ভোট নিজেদের দিকে টানতে মরিয়া শাসক-বিরোধী দু’পক্ষই।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)