উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ: দ্রুত শুনানি চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন স্কুল সার্ভিস কমিশনের
১ হাজার ৯৭৯টি মামলা হাইকোর্টে বিচারাধীনমামলাকারীর সংখ্যা ১৪ হাজার ৭৮৫আটকে ১৯ হাজার ৩৪০টি শূন্যপদে শিক্ষক নিয়োগ
কলকাতা: উচ্চ প্রাথমিকে ১৯ হাজার ৩৪০টি শূন্যপদে শিক্ষক নিয়োগ আটকে আছে।
এই প্রেক্ষিতে শিক্ষক নিয়োগ মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি-র। মঙ্গলবার দুপুরে হাইকোর্টের প্রধান বিচারপতি টি বি এন রাধাকৃষ্ণানের সচিবালয়ে ইমেল-এ আবেদন করে এসএসসি কর্তৃপক্ষ।
এসএসসি-সূত্রে খবর, ২০১৬-তে শূন্যপদে ছিল ১৪ হাজার ৩৩৯। ৪ পছরে শূন্যপদের সংখ্যা বেড়েছে ৫ হাজার। এদিকে বেড়েছে মামলার সংখ্যাও। আদালত সূত্রে খবর, উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগকে ঘিরে ১ হাজার ৯৭৯টি মামলা হাইকোর্টে বিচারাধীন। মামলাকারীর সংখ্যা ১৪ হাজার ৭৮৫। তাই দ্রুত নিষ্পত্তি চেয়ে হাইকোর্টে আবেদন এসএসসি-র।
এদিকে, কলেজ সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ার প্যানেলের মেয়াদ ৪ মাস বাড়ানো হল। যে সব বিষয়ে প্যানেলের মেয়াদ যেখানে অগাস্টে শেষ হওয়ার কথা ছিল, তা বাড়ানো হল ডিসেম্বর পর্যন্ত।
কলেজ সার্ভিস কমিশন সূত্রে খবর, ২০১৮-তে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগের বিজ্ঞাপনের ভিত্তিতে ২০১৯-এর মে থেকে প্যানেল শুরু হয়। এমন প্যানেলের মেয়াদ থাকে এক বছর।
কিন্তু করোনা আবহে মে থেকে অগাস্ট পর্যন্ত কোনও কাজ হয়নি। তাই যে সব বিষয়ে প্যানেলের মেয়াদ অগাস্টে শেষ হয়ে যাওয়ার কথা, তা বাড়ানোর জন্য কলেজ সার্ভিস কমিশনের কাছে আবেদন জানিয়েছিলেন একাধিক চাকরিপ্রার্থী। সেই আর্জি কলেজ সার্ভিস কমিশন রাজ্য সরকারকে পাঠায়। সূত্রের খবর, সরকার অনুমোদন দিয়েছে।
সেক্ষেত্রে সরকারি সাহায্যপ্রাপ্ত রাজ্যের কলেজগুলিতে ৪৫টি বিষয়ে প্রায় ২ হাজার অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের শূন্যপদে নিয়োগ প্রক্রিয়ার প্যানেল আরও চারমাস সক্রিয় থাকবে।