West Bengal News Live: তামান্না খুনের ৮৩ দিনের মাথায় চার্জশিট পেশ পুলিশের, মূল অভিযুক্ত দয়াল শেখ, আনোয়ার শেখ-সহ ১০ জনের নাম
WB News Updates: জেলা থেকে শহর, এই মুহূর্তের সব খবর।
LIVE

Background
১। শহরে ফের আক্রান্ত বার্ধক্য। গল্ফগ্রিনে ঘরের মধ্যে দেহ উদ্ধার। দেহে একাধিক আঘাতের চিহ্ন। খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের। জামাইকে আটক করে জিজ্ঞাসাবাদ।
শহরে ফের বৃদ্ধ খুন
২। খাস কলকাতায় চাঁদার জুলুমের অভিযোগ। তপসিয়ায় মহিলা সহ পরিবারের সদস্যদের ফেলে মার। চাঁদা দিতে দেরি করায় অত্যাচার, দাবি পরিবারের। হামলাকারীরা তৃণমূলের। অভিযোগ আক্রান্তের।
তপসিয়ায় চাঁদার জুলুম!
৩। গুলশন কলোনিতে দুষকৃতী তাণ্ডব। ঘটনায় গ্রেফতার আরও এক। ধৃত মহম্মদ আম্বের গুলশান কলোনিরই বাসিন্দা। গ্রেফতারি বেড়ে চার। অধরা মাস্টারমাইন্ডরা।
অধরা মাস্টারমাইন্ডরা
৪। গুলশন কলোনিতে গুন্ডারাজ। এখনও পর্যন্ত গ্রেফতার মাত্র চার। অধরা বাকিরা। খুঁজে পাচ্ছে না পুলিশ। ঘটনার পরও সোশালে ভিডিও পোস্ট অভিযুক্ত মিনি ফিরোজের।
ফেরার থেকেও ভিডিও পোস্ট!
৪এ।
৫। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রের হাতে ছাত্র খুন কাণ্ড। নেপথ্যে পুরনো বিবাদ। কিশোরীকে কটূক্তি ঘিরে আগেও মারপিট। গতকাল ফের বচসা থেকে খুন। জানাল পুলিশ।
পুরনো বিবাদে খুন
৬। মেট্রো স্টেশনে সহপাঠীকে খুনের পর সপরিবার বিহারে পালানোর ছক। হাওড়া স্টেশন থেকে শেষ মুহূর্তে জালে অভিযুক্ত ছাত্র। দক্ষিণেশ্বর থানায় টানা জেরা।
বিহার পালানোর ছক!
৭। একবালপুরে প্রতিবাদীকে পিটিয়ে খুন। ৫ জনের নামে এফআইআর। এখনও গ্রেফতার শূন্য। ক্ষোবে ফুঁসছে পরিবার, স্থানীয়রা।
(সট - প্রতিবাদ করলেই এই পরিণতি)
প্রতিবাদী খুন, ফুঁসছে স্থানীয়রা
৮। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর রহস্যমৃত্যু। কর্তৃপক্ষের ভূমিকায় প্রশ্ন
পরিবারের। সর্বত্র সিসি ক্যামেরা থাকলে মৃত্যুর কারণ বোঝা যেত। আক্ষেপ বাবা-মায়ের। ক্যাম্পাসে বাড়ল নিরাপত্তা।
কর্তৃপক্ষের ভূমিকায় প্রশ্ন
৯। বীরভূমে পাথর খাদানে ধস, ৬ শ্রমিকের মৃত্যু, আহত ৩। খাদান মালিকের বিরুদ্ধে FIR। বেআইনি পাথর খাদান, সব জানত প্রশাসন, বিস্ফোরক দাবি পরিবারে।
খাদান মালিকের বিরুদ্ধে FIR
১০। রেল মানচিত্রে জুড়ল মিজোরাম। বৈরবি-সাইরাং রেলপথের ভার্চুয়াল সূচনা প্রধানমন্ত্রীর। ভোটব্যাঙ্ক রাজনীতির জন্য বঞ্চিত ছিল নর্থ ইস্ট। খোঁচা বিরোধীদের। আইজলের পর মণিপুরে মোদি।
রেলে জুড়ল মিজোরাম
১১। হট এয়ার বেলুনে উঠতে গিয়ে বিপত্তি। ওড়ার আগেই আগুন। অল্পের জন্য রক্ষা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের। আগুন নেভালেন বেলুন সংস্থার কর্মীরা।
বেলুনে আগুন, মোহনের রক্ষা
১২। আরও এক ধাপ সুশীলার। প্রধানমন্ত্রীর সুপারিশে সংসদ ভেঙে দিলেন রাষ্ট্রপতি। অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৬ মাস। ছাব্বিশের মার্চে নির্বাচন। ঘোষণা রাষ্ট্রপতির কার্যালয়ের।
'২৬-এর মার্চে নেপালে ভোট
১৩। দেড় মাসের মধ্যে রাশিয়ার কামচাটকায় ফের ভূমিকম্প। কম্পনের মাত্রা ৭ দশমিক ৪। পরপর ৫ বার কম্পন। ক্ষয়ক্ষতির খবর নেই।
রাশিয়ায় ফের ভূমিকম্প
১৪। বরেলিতে দিশা পাটানির বাড়ির সামনে গুলি। ধর্মীয় গুরু নিয়ে অভিনেত্রীর বোনের মন্তব্যের জেরেই হামলা। দায় স্বীকার করে পোস্ট গোল্ডি ব্রার গ্যাংয়ের। বাড়ল অভিনেত্রীর সুরক্ষা।
দিশার বাড়ির সামনে গুলি!
PM Modi Live: কাল ফের রাজ্যে প্রধানমন্ত্রী
কাল ফের রাজ্যে প্রধানমন্ত্রী। তৃণমূলের বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ, বাংলার উন্নয়নে বিজেপিতেই ভরসা মানুষের। বঙ্গে আসার আগে পোস্ট নরেন্দ্র মোদির। ফাটা রেকর্ড, পাল্টা তৃণমূল।
West Bengal News Live: তামান্না খুনে চার্জশিট পেশ পুলিশের
তামান্না খুনে চার্জশিট পেশ পুলিশের। ৮৩ দিনের মাথায় চার্জশিট পেশ পুলিশের। মূল অভিযুক্ত দয়াল শেখ, আনোয়ার শেখ-সহ ১০ জনের নাম।






















