Durga Ekadashi 2021 Live Updates: বেআইনি প্রোমোটিংয়ের চেষ্টার অভিযোগ, ফেসবুকে ফের বিস্ফোরক মদন মিত্র
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের সব প্রান্তের খবরের সমস্ত আপডেট দেখুন...
LIVE
Background
দশমীতে মণ্ডপে মণ্ডপে দেবীবরণ, সিঁদুর খেলার পর প্রবল বৃষ্টির মধ্যেই ঘাটে ঘাটে প্রতিমা বিসর্জন। বিজয়ার শুভেচ্ছা মোদি-মমতার।
দেবীবরণের পর ধুনুচি নাচ পাওলি দামের। সিঁদুর খেলায় মাতলেন রীতাভরী, ঈষা, সোহিনী, উষসী, জুন মালিয়া।
মাঝ গঙ্গায় শোভাবাজার রাজবাড়ির প্রতিমা বিসর্জন। টাকিতে ইছামতীতে প্রতিমা বিসর্জনের সাক্ষী দুই বাংলার মানুষ। রীতি মেনে বেলুড় মঠে প্রতিমা বিসর্জন।
গঙ্গায় প্রতিমা-বিসর্জন, দূষণ রোধে দইঘাটে কৃত্রিম জলাশয়। হোসপাইপ দিয়ে ধুয়ে ফেলা হল প্রতিমার রং। ত্রিধারা সম্মিলনী, বেহালা আদর্শ পল্লির মণ্ডপের সামনে কৃত্রিম জলাধারে প্রতিমা বিসর্জন।
কোভিড আবহে মুদিয়ালিতে ভ্যাকসিন সার্টিফিকেট দেখিয়ে সিঁদুর খেলার অনুমতি। কুমোরটুলি সর্বজনীন, ম্যাডক্স স্কোয়ারে সিঁদুর খেলায় নিষেধাজ্ঞা।
নিম্নচাপের জেরে কলকাতায় ভারী বৃষ্টি। আজ থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। রবি ও সোমবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
প্রবাসেও পুজোর আনন্দ। ইংল্যান্ডের ক্যামডেন, বার্কশায়ার, ইলিং, বার্লিন, জার্মানির স্টুটগার্টে জমজমাট দুর্গাপুজো। মুম্বইয়ে নর্থ বম্বে সর্বজনীনে করোনা বিধি মেনে সিঁদুর খেলা।
অশুভ শক্তির বিনাশের পর শুভর সূচনা। দেশজুড়ে পালিত দশেরা উৎসব।
দুর্গাপুজো ঘিরে বাংলাদেশে উত্তেজনা। কঠোর হাতে মোকাবিলা, আশ্বাস শেখ হাসিনার। বাংলাদেশে দুর্গাপুজো শান্তিতেই। দৃঢ় মনোভাব দেখাচ্ছে বাংলাদেশ সরকার। আশাপ্রকাশ ভারতের বিদেশমন্ত্রকের।
রাজ্যে কমলেও কলকাতায় বাড়ল দৈনিক সংক্রমণ। মৃত্যুতে ফের শীর্ষে উত্তর ২৪ পরগনা। দেশে মোট ভ্যাকসিনেশন ৯৭ কোটি পার।
West Bengal News Live : বেআইনি প্রোমোটিংয়ের চেষ্টার অভিযোগ, ফেসবুকে ফের বিস্ফোরক মদন মিত্র
ফেসবুকে ফের বিস্ফোরক মদন মিত্র! এবার কামারহাটি পুরসভা এলাকার মেঘনার মাঠে তৃণমূল নেতাদের একাংশের মদতে প্রোমোটিংয়ের চেষ্টার অভিযোগ তুললেন স্থানীয় তৃণমূল বিধায়ক। বেআইনিভাবে প্রোমোটিংয়ের চেষ্টা করা হলে কব্জি কেটে নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এমনকি বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন মদন মিত্র।
West Bengal News Live : সোনারপুরে ট্রাফিক সার্জেন্টকে বেধড়ক মারধরের অভিযোগ মত্ত যুবকদের বিরুদ্ধে
রাস্তায়, কুকুরকে ধাক্কা মারায়, সোনারপুরে কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্টকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল মত্ত যুবকদের বিরুদ্ধে। পুলিশকর্মীর বাঁ হাতের আঙুল ভেঙে গেছে। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
West Bengal News Live : একাদশী তিথিতে রাজবংশী সমাজের শস্যরক্ষার দেবী ভাণ্ডানির আরাধনা
বিষাদের দিনে বোধনের সুর। দশমীর পরের দিন অর্থাৎ একাদশী তিথিতে রাজবংশী সমাজের শস্যরক্ষার দেবী ভাণ্ডানির আরাধনা ঘিরে শুরু অন্য শারদ উৎসব। আনন্দে মাতলেন ময়নাগুড়ির বার্নিশ এলাকার বাসিন্দারা।
West Bengal News Live : দশমীর পর একাদশীতেও প্রতিমা নিরঞ্জন
দশমীর পর একাদশীতেও প্রতিমা নিরঞ্জন। গতকাল যুদ্ধকালীন তত্পরতায় ঘাট সাফাইয়ে নামেন কলকাতা পুরসভার কর্মীরা৷ ঘাট থেকে সরিয়ে ফেলা হয় প্রতিমার কাঠামো, ফুল-সহ বর্জ্য পদার্থ।
West Bengal News Live : কার্শিয়ং থেকে মহানদী পর্যন্ত ফের চালু টয় ট্রেন পরিষেবা
কার্শিয়ং থেকে মহানদী পর্যন্ত ফের চালু হল টয় ট্রেন পরিষেবা। মাত্র ৮ কিলোমিটার রাস্তায় এই পরিষেবার নাম রেড পাণ্ডা। সপ্তাহের ২ দিন মিলবে এই পরিষেবা।