West Bengal News Live: সম্ভবত বাতিল হচ্ছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা
Get the latest West Bengal News and Live:অসুস্থ মুকুল রায়ের স্ত্রী। মুকুলকে ফোন করে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী। মিনিট দুয়েক কথা। অ্যাপোলো যাওয়া নিয়ে জল্পনা খারিজ অভিষেকের।

Background
মুখ্যমন্ত্রীর সঙ্গে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম। আলোচনার পরে রিপোর্ট দিয়ে প্রধানমন্ত্রীর অনুমতি নিয়েই আমরা বেরিয়ে আসি। কলাইকুণ্ডা বিতর্কে স্বরাষ্ট্রমন্ত্রকের শোকজের জবাব আলাপনের। আন্ডার সেক্রেটারিকে চিঠি।
একটা পরিবারের জন্য শেষ হয়ে গিয়েছে গোটা জেলা। টাকা নয়ছয়ে অভিযুক্তদের রেয়াত নয়। তাজপুরে গিয়ে অভিষেকের নিশানায় অধিকারী পরিবার।বিপদের সময় মানুষকে কিছু দিতে না পেরে পরিবারকে আক্রমণ, পাল্টা শিশির। দুর্নীতি ইস্যুতে শুভেন্দুকে নিশানা অভিষেকের। নাবালক কটাক্ষের জবাব।
কার্যত লকডাউনে আলিপুরে ত্রাণ বিলি মুখ্যমন্ত্রীর। ইয়াস-বিধ্বস্ত তাজপুরে অভিষেক। কথা বললেন দুর্গতদের সঙ্গে। এখনও জলমগ্ন সুন্দরবনের একাংশ। ত্রাণের লাইনেই কংক্রিটের বাঁধ তৈরির দাবি গোসাবায়।
জল্পনা উস্কে মমতা-অভিষেকের সৌজন্যে পঞ্চমুখ শুভ্রাংশু। বললেন, মা বাড়ি ফেরার পরে সিদ্ধান্ত।
অসুস্থ মুকুল রায়ের স্ত্রী। মুকুলকে ফোন করে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী। মিনিট দুয়েক কথা। অ্যাপোলো যাওয়া নিয়ে জল্পনা খারিজ অভিষেকের।
কার্যত লকডাউনের মধ্যেই কিছুটা ছাড়। বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত শর্ত সাপেক্ষে খোলা যাবে রেস্তোরাঁ। ১৫ জুনের পরে ২৫% ক্রেতা নিয়ে খোলা যাবে শপিং মল। খুচরো দোকানকেও আরও ১ ঘণ্টা ছাড়ের ভাবনা।
West Bengal News Live : কার্শিয়ং পুরসভার চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হল কৃষ্ণা লিম্বুকে
বিনয় তামাংপন্থী মোর্চায় কোন্দলের জের। কার্শিয়ং পুরসভার চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হল কৃষ্ণা লিম্বুকে। পুরসভার মেয়াদ শেষের কয়েক মাস আগে চেয়ারম্যানের অপসারণ ঘিরে পাহাড়ের রাজনীতিতে নতুন জল্পনা তৈরি হয়েছে। নতুন চেয়ারম্যান হিসেবে দৌড়ে এগিয়ে মোর্চাপন্থী আরেক নেতা ব্রিগেন গুরুং। কুড়ি আসন বিশিষ্ট কার্শিয়ং পুরসভায় বিনয়পন্থীদের হাতে আছে ১৬টি আসন। বিনয়পন্থী মোর্চা সূত্রে খবর, কোভিড মোকাবিলায় ব্যর্থতার জেরে কৃষ্ণা লিম্বুর বিরুদ্ধে অনাস্থা আনা হয়। তৃণমূলে যোগ দিতে চলেছেন কৃষ্ণা লিম্বু।
West Bengal News Live : চুঁচুড়ায় বিজেপি পার্টি অফিসে দিলীপ, বাইরে কর্মীদের বিক্ষোভ
জেলা সভাপতিকে অপসারণের দাবিতে বিজেপির বিক্ষোভ। চুঁচুড়ায় বিজেপি পার্টি অফিসে দিলীপ, বাইরে কর্মীদের বিক্ষোভ। জেলা সভাপতি-সহ ২ নেতার অপসারণ চেয়ে বিক্ষোভ। রাজ্য সভাপতিকে বক্তব্য শুনতে হবে, দাবি বিক্ষোভকারীদের। জেলা নেতৃত্বের সঙ্গে তৃণমূলের আঁতাতের অভিযোগ।






















