WB News Live Updates: নিউটাউনের সাপুরজি আবাসনের নীচে এনকাউন্টার, নিহত ২
Get the latest West Bengal News and Live Updates: আবাসনে লুকিয়ে ছিল পঞ্জাবের ২ দুষ্কৃতী, পুলিশকে লক্ষ্য করে গুলি।

Background
কথায় কথায় দিল্লি, ৩৫৬ ধারার জুজু দেখালে ভালভাবে নেবে না বাংলা। বিজেপির অস্বস্তি বাড়িয়ে এবার বিস্ফোরক রাজীব বন্দ্যোপাধ্যায়। শুভ্রাংশুর সুরেই নির্বাচিত সরকারের সমালোচনার বিরোধিতা করে দুর্যোগে পাশে থাকার বার্তা।
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যক্তিগত কুৎসা, উগ্র হিন্দুত্ববাদী প্রচারের বিরোধিতা করেছিলাম। কেউ শোনেনি। এবিপি আনন্দে চাঞ্চল্যকর দাবি রাজীবের। বিজেপি নেতৃত্বের সঙ্গে নিচু তলার কর্মীদের কারও যোগাযোগ নেই বলে অভিযোগ।
মন্ত্রী হতে পারোনি বলেই পুরনো দলে ফিরতে ইচ্ছে করছে? মনে পড়ল হারের পর? ফেসবুকেই রাজীবকে পাল্টা আক্রমণ সৌমিত্র। কটাক্ষ শুভেন্দুরও।
রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েও মারের বদলে মারের হুঁশিয়ারি অর্জুনের। কী বলল, কিছু যায় আসে না, কটাক্ষ সৌগতর।
হিন্দিভাষীদের প্রচারের দাপটেই বাংলায় বিজেপির ভরাডুবি। পরোক্ষে কেন্দ্রীয় নেতৃত্বকে কাঠগড়ায় তুলে তোপ সব্যসাচীর। ভোটের ফল দেখেই বোধোদয়, কটাক্ষ তৃণমূলের।
ভোটের পর হেস্টিংসে প্রথম বৈঠকে রাজ্য বিজেপি। জল্পনা বাড়িয়ে গরহাজির মুকুল, রাজীব। পারিবারিক কারণ দেখালেন দিলীপ। দিল্লিতে অমিত শাহর সঙ্গে বৈঠকে শুভেন্দু। আজ যাবেন প্রধানমন্ত্রীর কাছে।
ভোট পরবর্তী হিংসা নিয়ে এবার রাষ্ট্রপতির কাছে যাচ্ছে বিজেপি। ২৩ জুন থেকে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি। তৃণমূলের বিরুদ্ধে বিজেপি শূন্য রাজনীতির চেষ্টার অভিযোগ। দিল্লি এখন ওদের পর্যটনকেন্দ্র, কটাক্ষ তৃণমূলের।
West Bengal News Live: দুষ্কৃতীদের কাছ থেকে উদ্ধার ৫টি অস্ত্র, ৮৯ রাউন্ড গুলি, ৭ লক্ষ টাকা, জানাল পুলিশ
দুষ্কৃতীদের কাছ থেকে উদ্ধার ৫টি অস্ত্র, ৮৯ রাউন্ড গুলি, ৭ লক্ষ টাকা, জানাল পুলিশ।
WB News Live Updates: ১৫ মে লুধিয়ানায় অস্ত্র ছিনতাই করে ২ পুলিশকর্মীকে খুন
১৫ মে লুধিয়ানায় অস্ত্র ছিনতাই করে ২ পুলিশকর্মীকে খুন। ২ পুলিশকর্মীকে খুনের পরে পালিয়ে বাংলায় আসে ২ গ্যাংস্টার।






















