WB News Live Updates: কেরলে থাবা, রাজ্যেও চিন্তা বাড়াচ্ছে জিকা ভাইরাস
জন বার্লাকে হুঁশিয়ারি তৃণমূল নেতার। ‘জন বার্লা বিচ্ছিন্নতাবাদী নেতা, আলিপুরদুয়ারে ঢুকতে দেব না’। হুঁশিয়ারি তৃণমূলের আলিপুরদুয়ার টাউন কমিটির সভাপতির। রাজ্যের বিভিন্ন প্রান্তের খবরের আপডেটে নজর রাখুন।

Background
জেপি নাড্ডার সঙ্গে আজ দিল্লিতে বৈঠকে দিলীপ ঘোষ। ভোট পরবর্তী পরিস্থিতি, রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা হবে। একাধিক বিষয়ে নাড্ডার সঙ্গে কথা বলবেন দিলীপ ঘোষ। আলোচনায় উঠবে সৌমিত্র, রাজীবের বিদ্রোহের প্রসঙ্গ। কথা হবে সৌমিত্র, রাজীবের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে। এমনই খবর সূত্রের।
অভিনেত্রী প্রত্যুষা পালকে ধর্ষণের হুমকির অভিযোগ।সোশাল মিডিয়ায় অভিনেত্রীকে ধর্ষণের হুমকির অভিযোগ। তিনি অভিযোগ করেন যে, ‘ছবি সুপার ইম্পোজ করে পর্ণ সাইটে আপলোড’ করে পরিচিতদের কাছে সেই ছবি ফরওয়ার্ড করে সম্মানহানির চেষ্টা করা হয়’। লালবাজারে ই-মেল করে অভিযোগ জানান প্রত্যুষা ।
এবিপি আনন্দে খবর সম্প্রচারের পরেই পুলিশি তৎপরতা। অবশেষে অভিনেত্রী প্রত্যুষা পালের অভিযোগ গ্রহণ করে মামলা রুজু।তথ্য প্রযুক্তি ধারায় মামলা দায়ের করে তদন্তে পুলিশ। মামলা রুজু করে তদন্তে লালবাজারের সাইবার ক্রাইম বিভাগ। কটূক্তি, শ্লীলতাহানির অভিযোগ দায়ের করে শুরু তদন্ত। ১ বছর আগে অভিযোগ জানালেও গ্রহণ না করার অভিযোগ করেছিলেন অভিনেত্রী।
সিবিআইয়ের ভুয়ো আইনজীবী সনাতনের বিজেপি-যোগ। ‘বিজেপির নির্বাচনী কমিটি, বিশ্ব হিন্দু পরিষদের শংসাপত্র, পুলিশের হাতে গেরুয়া শিবিরের শংসাপত্র। সনাতনের সাফল্য কামনা করে শংসাপত্র’। ২০১৭-য় বিশ্ব হিন্দু পরিষদ নেতা চন্দ্রনাথ দাসের শংসাপত্র।সনাতনকে স্বীকৃতি দিয়ে শংসাপত্র কৃষ্ণা ভট্টাচার্যের।‘ শংসাপত্র পরীক্ষা করে সনাতনের বিজেপি-যোগের তদন্তে পুলিশ। শংসাপত্রে সই তাঁর নয়, জানালেন কৃষ্ণা ভট্টাচার্য।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লাকে হুঁশিয়ারি তৃণমূল নেতার।‘জন বার্লা বিচ্ছিন্নতাবাদী নেতা, আলিপুরদুয়ারে ঢুকতে দেব না’।হুঁশিয়ারি তৃণমূলের আলিপুরদুয়ার টাউন কমিটির সভাপতির। তাঁর হুঁশিয়ারি,‘আলিপুরদুয়ারে এলেই কালো পতাকা দেখানো হবে।যেখানেই যাবেন, গোব্যাক স্লোগান দেওয়া হবে।’
তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতিতে নতুন সভাপতি নিযুক্ত হলেন।সভাপতির পদ থেকে অপসারিত শুভেন্দু অধিকারী।নতুন সভাপতি হলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র।২০১২ থেকে তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতির সভাপতি শুভেন্দু।
আগামী সপ্তাহ থেকে উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ প্রক্রিয়া শুরুর চেষ্টা করা হবে। তালিকায় যাঁদের নাম নেই, তাঁরা অভিযোগ জানাতে পারবেন। কীভাবে অভিযোগ, মঙ্গলবারের মধ্যে ওয়েবসাইটে জানানো হবে। জানালেন এসএসসির চেয়ারম্যান।
WB News Live Updates: করোনা পরিস্থিতিতে চূড়ান্ত সমস্যায় রাজ্যে আটকে পড়া অনাবাসী ভারতীয়রা
করোনা পরিস্থিতির জন্য এ রাজ্যে আটকে পড়া অনাবাসী ভারতীয়রা চূড়ান্ত সমস্যায় পড়েছেন। প্রায় দেড় বছর বন্ধ উড়ান। আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ থাকার কারণে অনেকেই জীবিকা হারানোর আশঙ্কা করছেন।
WB News Live Updates: সরকারি নির্দেশ উপেক্ষা করে ছোট ইলিশ ধরার অভিযোগ ট্রলার মালিকদের বিরুদ্ধে
সরকারি নির্দেশ উপেক্ষা করে সাগর থেকে ছোট ইলিশ ধরার অভিযোগ ট্রলার মালিকদের বিরুদ্ধে। মৎস দফতরের অভিযানে কাকদ্বীপে উদ্ধার হাজার কেজিরও বেশি ছোট ইলিশ। আটক কয়েকজন ম্যাটাডোর চালক। ছোট ইলিশের বেআইনি কারবার রুখতে বাড়ানো হবে নজরদারি, জানিয়েছে মৎস দফতর।





















