Weather Update: নিম্নচাপের সঙ্গী অমাবস্যার ভরা কটাল, বইবে ঝোড়ো হাওয়া, আজ দুর্যোগের আশঙ্কা কোন জেলায়?
Rain Forecast: আজ থেকে ৩ দিন একইরকম দুর্যোগের সতর্কতা আছে জেলাজুড়ে। আজ থেকে মৎস্যজীবীদের নদী, সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে।

কলকাতা: এক নিম্নচাপে রক্ষা নেই, তার ওপর অমাবস্যার ভরা কটাল। জোড়া ফলায় আজ কয়েকটি জেলায় ভারি থেকে অতি ভারি বৃষ্টির আশঙ্কার কথা জানাল আবহাওয়া দফতর।
দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) জেলায় আজ ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। জেলার সুন্দরবন উপকূলে ঝড়বৃষ্টির পরিমান বেশি থাকতে পারে। জেলার জন্য আজ হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা, নামখানা, সাগর, কুলতলি, গোসাবা, কাকদ্বীপের নদী ও সমুদ্রবাঁধের কানায় কানায় জল। আজ থেকে জলোচ্ছ্বাসের সতর্কতা জারি করা হয়েছে।
পাথরপ্রতিমার জি- প্লট, দূর্বাচটিতে সমুদ্র ও নদীর জল বাঁধ টপকে লোকালয়ে ঢুকছে। আজ থেকে ৩ দিন একইরকম দুর্যোগের সতর্কতা আছে জেলাজুড়ে। আজ থেকে মৎস্যজীবীদের নদী, সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। জেলা প্রশাসন দুর্যোগ মোকাবিলায় দফায় দফায় বৈঠক করছে। দুর্যোগ মোকাবিলায় সব বিভাগের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। কন্ট্রোলরুম খোলার পাশাপাশি বিডিও অফিসে শুকনো খাবার, পানীয়জল, ত্রিপল মজুত রাখা হয়েছে।
বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। বুধবার থেকে ভারি বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। বৃহস্পতি ও শুক্রবার উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে প্রবল বৃষ্টি বা অতি ভারি বর্ষণের সর্তকতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামতে পারে বলে আশঙ্কা। নদীর জলস্তর অনেকটাই বাড়তে পারে। শহর এলাকায় জমবে জল। নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা রয়েছে সপ্তাহান্তে।
বর্ষা আসছে। আগামী তিনদিনের মধ্যে বর্ষা পৌঁছবে উত্তরবঙ্গে। অনুকূল পরিস্থিতিতে এগোচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আরও কিছুটা এগিয়ে উত্তর-পূর্ব ভারতের বেশিরভাগ রাজ্যে ঢুকে পড়ল বর্ষা। অসম এবং মেঘালয়ের কিছু অংশ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর আওতায় চলে এসেছে। আগামী তিনদিনের মধ্যে সিকিম এবং উত্তরবঙ্গের কিছু অংশে ঢুকবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু।
মৌসুমী অক্ষরেখা মুম্বই পুনে সোলাপুর কালাবুরাগি মেহবুবনগর ও কাবালীর উপর দিয়ে আগরতলা ও গোয়ালপাড়া পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ুর পরিস্থিতি অনুকূল। কয়েকদিনের মধ্যে মধ্য আরব সাগরের সম্পূর্ণ অংশ অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গনা, মহারাষ্ট্রের আরও কিছু অংশ, কর্নাটকের বেশিরভাগ অংশে পৌঁছে যাবে মৌসুমী বায়ু।
আগামী দু-তিনদিনে উত্তর-পূর্ব ভারতের বাকি রাজ্যগুলিতে এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে উত্তর বঙ্গোপসাগরের বেশিরভাগ অংশে পৌঁছে যাবে মৌসুমী বায়ু। এই সময়ে বর্ষা ঢুকে পড়তে পারে সিকিম এবং উত্তরবঙ্গে।






















