PM Modi: "শেষ ১০ বছরে যা হয়েছে তা তো শুধু ট্রেলার", রিজার্ভ ব্যাঙ্কের প্রতিষ্ঠা দিবসে আর কী কী বললেন মোদি
PM Modi: শেষ ১০ বছরে তাঁর সরকার কী করেছে তা বলতে গিয়ে মোদি বলেন, "বর্তমানে সারা দেশে ৫২ কোটি জনধন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে।
মুম্বই: "শেষ ১০ বছরে যা হয়েছে তা তো শুধুমাত্র ট্রেলার। এখনও আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রচুর কাজ করতে হবে। বিষয়টি বাস্তবায়িত করতে আগামী ১০ বছরের জন্য আমাদের পরিকল্পনা ও লক্ষ্য একদম পরিষ্কার রাখতে হবে।" সোমবার মুম্বইয়ে (Mumbai) আয়োজিত রির্জাভ ব্যাঙ্কের (Reserve Bank of India) ৯০তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে (commemoration ceremony) বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্যই করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)।
#WATCH | Mumbai: At the commemoration ceremony of 90 years of the Reserve Bank of India, PM Modi says, "What happened in the last 10 years is just a trailer. Still, a lot is left to do to take our nation forward... We have to make sure that our goals for the next 10 years are… pic.twitter.com/dMdpNzPXz7
— ANI (@ANI) April 1, 2024
গত ১০ বছরে তাঁর সরকার কী করেছে তা বলতে গিয়ে মোদি বলেন, "বর্তমানে সারা দেশে ৫২ কোটি জনধন ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Jan Dhan bank accounts) আছে। আর তার মধ্যে ৫৫ শতাংশের বেশি মহিলাদের। ৭ কোটির বেশি কৃষক, মৎস্যজীবী ও পশুপালকদের কাছে কিষাণ ক্রেডিট কার্ড (Kisan credit cards) রয়েছে। আমাদের গ্রামীণ অর্থনীতির (rural economy) অনেক উন্নতি হয়েছে। গত ১০ বছরে সমবায় সেক্টরেরও প্রচুর উন্নয়ন হয়েছে। ইউপিআই আজ সারা বিশ্বজুড়ে সমাদৃত হয়েছে, সমাদর পেয়েছে। প্রতিমাসে ১২০০ কোটির বেশি লেনদেন হয় ইউপিআইয়ের মাধ্যমে।"
#WATCH | Mumbai: At the commemoration ceremony of 90 years of the Reserve Bank of India, PM Modi says, "There are 52 crore Jan Dhan bank accounts and more than 55% of them belong to women... More than 7 crore farmers, fishermen and animal herders have Kisan credit cards. Our… pic.twitter.com/qY9PCXq1jF
— ANI (@ANI) April 1, 2024
কেন্দ্রীয় সরকার গুণীর সমাদর করতে জানে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, "আমাদের সরকার সম্মান দেওয়ার, সিদ্ধান্ত নেওয়ার ও পুনঃপুঁজিকরণের পদ্ধতি নিয়ে কাজ করে। পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলির মানোন্নয়ন ও সরকারি বিষয়ে সংস্কার করার জন্য সরকার সাড়ে তিন লক্ষ কোটি টাকা মূলধন বিনিয়োগ করেছে। নতুন দেউলিয়া আইনের সাহায্যে ৩ কোটি ২৫ লক্ষ টাকার ঋণের সমস্যার সমাধান হয়েছে।"
#WATCH | Mumbai: At the commemoration ceremony of 90 years of the Reserve Bank of India, PM Modi says, "Our government worked on the strategy of recognition, resolution and recapitalisation. The government did a capital infusion of Rs. 3.5 lakh crores to improve the condition of… pic.twitter.com/XH1Vi717WT
— ANI (@ANI) April 1, 2024