বিশ্বব্যাপী ২০০ কোটি গ্রাহক সংখ্যা ছাড়াল হোয়াটসঅ্যাপ
বুধবার, সরকারি ব্লগে এই ঘোষণা করে ফেসবুকের মালিকানাধীন এই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া।
ক্যালিফর্নিয়া: বিশ্বব্যাপী হোয়াটসঅ্যাপের গ্রাহক সংখ্যা ২০০ কোটি ছাড়াল। বুধবার, সরকারি ব্লগে এই ঘোষণা করে ফেসবুকের মালিকানাধীন এই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া। সেখানে বলা হয়েছে, ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’-এর মাধ্যমে দুপ্রান্তের যোগাযোগকে অত্যন্ত নিরাপদ রেখেও তাকে কী করে অত্যন্ত সহজ করা যায়, তা দেখিয়ে দিয়েছে তারা। সংস্থার তরফে আরও বলা হয়, ব্যবহারকারীর ব্যক্তি-গোপনীয়তাকে অটূট রাখতে বিশ্বের তাবড় তাবড় নিরাপত্তা-সংক্রান্ত বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হয়। একইসঙ্গে, এই মাধ্যমের অপব্যবহার রুখতে, গ্রাহককে আরও বেশি নিয়ন্ত্রণ দিতে এবং কোনও সমস্যা হলে তা রিপোর্ট করা থেকে শুরু করে সমাধান-- এসব কিছুর জন্য সর্বাধুনিক প্রযুক্তিকে অন্তর্ভুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে ১৯ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে হোয়াটসঅ্যাপকে কিনে নেয় ফেসবুক-- এই শর্তে যে, প্রযুক্তিগতভাবে স্বাধীন থাকবে হোয়াটসঅ্যাপ। দীর্ঘদিন ধরেই ফেসবুক চেষ্টা চালাচ্ছে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম সহ নিজেদের সবকটি যোগাযোগ পরিষেবাকে একসুতোয় বাঁধতে। এখন দেখার, হোয়াটসঅ্যাপও প্রথম দুটির মতো বিজ্ঞাপন-নির্ভর হয়ে পড়ে কি না।