এক্সপ্লোর
Advertisement
লক্ষ্য চিন, কোভিড-১৯ -এ আর্থিক টালমাটালের সুযোগে ‘ কোম্পানিগুলির টেকওভার’ ঠেকাতে এফডিআই নীতিতে বদল কেন্দ্রের
মন্ত্রক সূত্রে বলা হয়েছে, কোভিড ১৯ অতিমারীর অন্যায় সুবিধা বা ফায়দা যাতে কোনও পড়শি দেশ, বিশেষ করে চিন নিতে না পারে, সেটা সুনিশ্চিত করতেই এফডিআই সংক্রান্ত নিয়ম সংশোধনের সিদ্ধান্ত নিল সরকার।
নয়াদিল্লি: করোনাভাইরাস সংক্রমণ অতিমারীর চেহারা নিয়ে ভারত সহ সারা দুনিয়ার অর্থনীতিকে বিপর্যস্ত করে তুলেছে। টালমাটাল চলছে গোটা পৃথিবীর অর্থব্যবস্থায়। কোভিড-১৯ অতিমারীর সময় এই পরিস্থিতির ‘সুযোগ নিয়ে ভারতীয় কোম্পানিগুলির টেকওভার বা নিয়ন্ত্রণের দখল নেওয়া’ রুখতে প্রতিবেশী দেশগুলির জন্য নতুন, সংশোধিত প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) নীতি ঘোষণা করল কেন্দ্রের মোদি সরকার। শিল্প ও বাণিজ্যমন্ত্রক প্রেস নোট জারি করে জানিয়ে দিল, ভারতের সঙ্গে সীমান্ত আছে, এমন কোনও দেশের কোম্পানিগুলি ভারতে বিনিয়োগ করতে চাইলে আগে তাদের এ দেশের সরকারের সঙ্গে যোগাযোগ করে আবেদন করতে হবে, তারা অটোমেটিক রুটে বিনিয়োগ করতে পারবে না।
ভারতে এফডিআই অনুমোদন করা হয়ে দুভাবে। হয় অটোমেটিক রুটে যাতে বিনিয়োগে ইচ্ছুক কোম্পানিদের সরকারি সম্মতি নিতে হয় না, অথবা সরকারি রুটে, যেখানে কেন্দ্রের সরকারের ছাড়পত্র লাগে।
মন্ত্রক সূত্রে বলা হয়েছে, কোভিড ১৯ অতিমারীর অন্যায় সুবিধা বা ফায়দা যাতে কোনও পড়শি দেশ, বিশেষ করে চিন নিতে না পারে, সেটা সুনিশ্চিত করতেই এফডিআই সংক্রান্ত নিয়ম সংশোধনের সিদ্ধান্ত নিল সরকার।
মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ভারতের সঙ্গে সমতলে সীমান্ত আছে, এমন দেশের কোনও সংস্থা বা ভারতে বিনিয়োগের ফলে লাভবান হবেন, এরকম কেউ এমন দেশের নাগরিক হলে বা সেখানে বসবাস করলে, তিনি শুধুমাত্র সরকারি রাস্তাতেই বিনিয়োগ করতে পারবেন।
তাছাড়া কোনও এফডিআই ডিলে মালিকানা হস্তান্তরের ফলে লাভ হবে, ভারতের সঙ্গে সীমান্ত থাকা এমন কোনও দেশের কোম্পানি বা ব্যক্তিকেও হাতবদলের জন্য ভারত সরকারের অনুমোদন নিতে হবে বলে জানিয়েছে মন্ত্রক।
আগের এফডিআই পলিসিতে সব সেক্টরে বিনিয়োগের জন্য বাংলাদেশ ও পাকিস্তানের কোম্পানিকেই সরকারি রুটে আসতে হত। সংশোধিত নিয়মের আওতায় চিনা কোম্পানিগুলিকেও আনা হল। তাদেরও এখন থেকে সরকারি রুটে আসতে হবে।
যদিও পিপলস ব্যাঙ্ক চায়নার সাম্প্রতিক ভারতের মর্টগেজ লেন্ডার এইচ়ডিএফসির ১.০১ শতাংশ শেয়ার কেনার ওপর সংশোধিত পলিসি প্রযোজ্য হবে না, কেননা সেই ডিল কৌশলগত ১০ শতাংশের কম ছিল। নয়া পলিসি ১০ শতাংশ বা তার বেশি শেয়ার কেনার ক্ষেত্রেই কার্যকর হবে বলে জানিয়েছে মন্ত্রক।
প্রতিরক্ষা, টেলিকম, ফার্মাসিউটাক্যাল সহ ১৭টি সেক্টরে নির্দিষ্ট সীমার অতিরিক্ত কোনও বিদেশি কোম্পানি বিনিয়োগ করতে চাইলে সরকারি সম্মতি নিতে হয়। ৫০ বিলিয়ন টাকার বেশি এফডিআইয়ের প্রস্তাব এলে আর্থিক বিষয়সংক্রান্ত ক্যাবিনেট কমিটিতে পেশ করা হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement