বয়ফ্রেন্ডকে বোনের আপত্তিকর ছবি পাঠিয়ে গারদে দিদি!
বোনের অভিযোগে গ্রেফতার দিদি।
মুম্বই: বোনের অভিযোগে গ্রেফতার দিদি। ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ (সি) ও ৩৪ ধারায় দায়ের হয়েছে মামলাও। অভিযুক্ত ২৫ বছরের যুবতীর সঙ্গে মামলা দায়ের হয়েছে তাঁর বয়ফ্রেন্ডের বিরুদ্ধেও।
২০ বছরের যুবতীর অভিযোগ, বয়ফ্রেন্ডের অনুরোধে তাঁর নিজের দিদি তাঁরই স্নানের দৃশ্য ভিডিও কল করে দেখাতে শুরু করে। যুবতীর আরও অভিযোগ, স্নানের সময় তাঁর দিদি নিজের বয়ফ্রেন্ডকে ভিডিও কল করে। এরপর আপত্তিকর দৃশ্য দেখাতে শুরু করে সে। যুবতীর স্নানের লাইভ দেখে দিদির বয়ফ্রেন্ড। শুধু তাই নয়, ভিডিও কল চলাকালীনই স্ক্রিনশটও নিয়ে রাখে সে। পরে পরিবারের অনেককে সেই স্ক্রিনশটও পাঠানো হয়েছে বলে দাবি যুবতীর। দিদির বয়ফ্রেন্ডের বিরুদ্ধে ২০ বছরের যুবতীর অভিযোগ, সে নাকি দিদির কাছে তাঁর আপত্তিকর ছবি চেয়েছে এবং সেটা দিলেই বিয়ে করবে বলে জানিয়েছে।
এই অভিযোগ নিয়ে বৃহস্পতিবার স্থানীয় থানার দ্বারস্থ হন যুবতী। পুলিশ তাঁর অভিযোগের ভিত্তিতে ২৫ বছর বয়সী অভিযুক্তকে গ্রেফতার করে। যদিও শুক্রবারই জামিনে মুক্ত হয় অভিযুক্ত। এই ঘটনায় অভিযুক্তের বয়ফ্রেন্ডের হদিশ এখনও পায়নি পুলিশ।