World Happiness Report 2025: পরপর ৮ বার ! বিশ্বের সব থেকে সুখী দেশের তালিকায় 'টপ' এই দেশ, ভারত কোন স্থানে?
প্রকাশ পেয়েছে বিশ্বের সবথেকে সুখী দেশগুলির তালিকা। সেখানে ভারত কোন জায়গায়? কোথায় দাঁড়িয়ে বাংলাদেশ বা পাকিস্তান? সবথেকে অসুখী দেশই বা কোনটি

আপনি কি সুখী ? এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে সাত-পাঁচ ভাবনা, আর কঠিন হিসেব মেলাতে বসে যাবেন অনেকেই। টাকা-পয়সা-সম্পত্তি এসব হিসেব তো করাই যায়, কিন্তু সুখ? তাও আবার আপনার একার নয়, একটা গোটা দেশের । প্রতিটি দেশের সুখের ঘরের চাবি খুলে তার খতিয়ান বের করে আনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েলবিইং রিসার্চ সেন্টার ( Wellbeing Research Centre at the University of Oxford ) । এছাড়া থাকে Gallup এবং রাষ্ট্রপুঞ্জের Sustainable Development Solutions Network. ১০ এর মধ্যে ফিনল্যান্ডের ৭.৭৪ স্কোর করেছে।
পরপর আটবার। বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে ফিনল্যান্ড আবারও শীর্ষস্থান দখল করেছে। ২০২৫ সালের World Happiness Report অনুসারে, উত্তর ইউরোপের দেশগুলি ওপরদিকের স্থানগুলিতে রয়েছে রয়েছে। শীর্ষ তিনটি স্থানে ফিনল্যান্ডের পর রয়েছে ডেনমার্ক এবং আইসল্যান্ড।
রিপোর্ট অনুযায়ী, দেশগুলির র্যাঙ্কিং নির্ধারণ করা হয়েছে স্ব-মূল্যায়নের নিরিখে। অর্থাৎ self-evaluation survey করা হয়েছে। দেশগুলিই তাদের নিজেদের জীবনযাত্রার নিরিখে রেটিং দিয়েছেন। গ্যালপের সিইও জন ক্লিফটনের মতে, সুখ শুধুমাত্র সম্পদের ওপর নির্ভর করে না। শুধুমাত্র বৃদ্ধির উপরও নির্ভর করে না। সুখের মাপকাঠি হল আস্থা, মানুষে - মানুষে সংযোগ এবং কঠিন সময়ে সহায়তাপ্রদানের মতো বিষয়গুলি। যদি কোনও দেশ নিজেদের শক্তিশালী সম্প্রদায় এবং অর্থনীতিতে উন্নীত করতে চায়, তাহলে অবশ্যই এমন জিনিসে বিনিয়োগ করতে হবে যা সত্যিই গুরুত্বপূর্ণ।
কয়েকটি ব্যতিক্রম ছাড়া ইউরোপীয় দেশগুলিই শীর্ষ ২০ স্থানে রয়েছে । যুদ্ধ-পরিস্থিতিতেও ইজরায়েল অষ্টম স্থান অর্জন করেছে। এদিকে কোস্টারিকা এবং মেক্সিকো যথাক্রমে ষষ্ঠ এবং দশম স্থানে রয়েছে। আফগানিস্তান রয়েছে তালিকার সবথেকে নিচে। কয়েকজন আফগান মহিলা বলেছেন তাঁদের জীবনযাপন ক্রমশ কঠিন হয়ে উঠছে। ২০১২ সালে তালিকায় ভারত ছিল ১৪৪ এ। তবে আস্তে আস্তে সুখী জীবনযাপনের নিরিখে উপর দিকে উঠে এসেছে ভারত। ২০২২ সালে ছিল ৯৪-এ। ২০২৪ সালে ১২৬। আর এবার ২০২৫ সালে ১১৮ স্থানে। শ্রীলঙ্কা রয়েছে ১৩৩ তম স্থানে। আর বাংলাদেশ আছে ১৩৪ তম ও পাকিস্তান ১০৯ তম স্থানে। নেপাল ৯২ তম জায়গায়। চিন ৬৮ তম স্থানে । ভারত সামাজিক সহায়তার ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।
বিশ্বের শীর্ষ ১০টি সুখী দেশ হল - ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নেদারল্যান্ডস, কোস্টারিকা, নরওয়ে, ইজরায়েল, লুক্সেমবার্গ, মেক্সিকো।
চলুন জেনে নেওয়া যাক, ঠিক কীসের নিরিখে সুখের হিসেব করা হয়।
- সামাজিক সহায়তা
- স্বাস্থ্য
- স্বাধীনতা
- উদারতা
- দুর্নীতির ধারণা
- জিডিপি ইত্যাদি
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
