World Kindness Day 2021: আজ বিশ্ব সহানুভূতি দিবস, কেন পালিত হয় এই দিন?
World Kindness Day 2021, Theme History and Significance: ১৩ নভেম্বর এমন দিন উদযাপন করি যা জীবনে চলার পথের অঙ্গ। কোনও ব্যক্তির নিজের চারিত্রিক (Character) বৈশিষ্ট্যের অন্যতম অংশের সঙ্গে সম্পর্কযুক্ত।
কলকাতা: সারা বছর আমরা বিভিন্ন দিবস বা দিন পালন করি। ঐতিহাসিক ঘটনা বা সমাজে উল্লেখযোগ্য অবদান রেখেছেন এমন ব্যক্তিদের সম্মান জানিয়েও সংশ্লিষ্ট দিন পালন করি। কিন্তু ১৩ নভেম্বর এমন দিন উদযাপন করি যা জীবনে চলার পথের অঙ্গ। কোনও ব্যক্তির নিজের চারিত্রিক (Character) বৈশিষ্ট্যের অন্যতম অংশের সঙ্গে সম্পর্কযুক্ত। আজ বিশ্ব সহানুভূতি দিবস (World Kindness Day 2021)।
ইতিহাস ও তাৎপর্য (History of World Kindness Day): অ্যাওয়ারনেস ডেজ (Awarness Days)-এর ওয়েবসাইট অনুযায়ী ১৯৯৮ সালে এই দিন পালন করা শুরু হয়। ১৯৯৭ সালের ওয়ার্ল্ড কাইন্ডনেস মুভমেন্টের (World Kindness Movement) অংশ হিসেবে এই দিনটি পালিত হয়ে আসছে। সারা বিশ্বেই ১৯৯৮ সাল থেকে পালিত হয় বিশ্ব সহানুভূতি দিবস। ইংল্যান্ডের (England) একটি অলাভজনক সংস্থা কাইন্ডনেস ইউকে লন্ডনে সহানুভূতি দিবসে আয়োজন করে। ২০১০ সালে ১৩ নভেম্বর কাইন্ডনেস ইউকে (Kindness UK) তৈরি হয়। বর্তমানে কানাডা, অস্ট্রেলিয়ার মতো দেশে এই দিন পালিত হয়।
বর্তমান সময় দাঁড়িয়ে কাউকে নিয়ে ট্রল করা বা ঘৃণা করা সহজ। সেখানে দয়া একটি বিরল বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশ্ব সহানুভূতি দিবস বা ওয়ার্ল্ড কাইন্ডনেস ডে পালন করার উদ্দেশ্য যে কারোর কোনও উদ্যোগ বা চেষ্টার প্রশংসা করলে সংশ্লিষ্ট ব্যক্তি অনুপ্রেরণা পেতে পারেন। একইসঙ্গে অনেক দূর পর্যন্ত যেতে পারেন। একাধিক মাধ্যমে উদারতা প্রকাশ করা যায়। পাশাপাশি অন্যদের অনুপ্রাণিত করতে পারেন।
কীভাবে সহানুভূতি প্রকাশ করবেন?
বন্ধু বা পরিবারের সদস্যদের অনুপ্রেরণামূলক মেসেজ পাঠান। কাউকে হাসানোর চেষ্টা করুন। এমন কোন বন্ধু বা পরিবারের সদস্যের সঙ্গে কথা বলুন যার সঙ্গে দীর্ঘদিন ধরে কথা বলেননি। কারোর কাজের প্রশংসা করুন। কোনও কিছু রান্না করে প্রিয়জনকে সারপ্রাইজ দিন। কুকুর,বিড়ালদের সাহায্য করুন। ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করুন। একই সঙ্গে নিজের প্রতি যত্ন নিন।
আরও পড়ুন: T20 World Cup 2021 Final: কীভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ড,অস্ট্রেলিয়া?