কাবুলে বিদেশি বাহিনী লক্ষ্য করে গাড়ি বিস্ফোরণ, নিহত ১
কাবুল: তালিবানের সঙ্গে শান্তি বৈঠকের প্রস্তাব আফগানিস্তান প্রশাসন পেশ করার কয়েকদিনের মধ্যেই জঙ্গি-হামলা ঘটল কাবুলে। নিহত এক, আহত ১২।
খবরে প্রকাশ, এদিন সকাল ৯টা নাগাদ রাজধানী কাবুলের কাবিল এলাকায় গাড়ি বিস্ফোরণ ঘটে। অভ্যন্তরীণ মন্ত্রকের মুখপাত্র নাজীব দানিশ বলেন, হামলার মূল লক্ষ্য ছিল বিদেশি বাহিনীর কনভয়।
এদিনের হামলায় কোনও বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে কি নী তা খতিয়ে দেখথে কাবুলে মোতায়েন ন্যাটো বাহিনীর রিসোলিউট সাপোর্ট মিশন।
আফগান স্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র জানান, এক শিশুর মৃত্যু হয়েছে। এক ডজন মানুষ আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের কয়েকটি বাড়িতে ক্ষতি হয়েছে।
মানুষ ছাড়াও একটি ঘোড়া বিস্ফোরণে গুরুতর জখম হয়। সেটির মাথা, পেট ও পা পুড়ে গিয়েছিল। ফলে বাধ্য হয়ে সেখানেই ছুরি দিয়ে জন্তুটিকে মেরে ফেলা হয়।
এখনও পর্যন্ত কোনও জঙ্গিগোষ্ঠী এদিনের হামলার দায়স্বীকার করেনি।