এক্সপ্লোর
Advertisement
ইরাকে ঘাঁটিতে ৮ জানুয়ারি ইরানের হামলায় জখম ১১ মার্কিন সেনা: সেন্ট্রাল কম্যান্ড
ইরাকে আমেরিকার দুটি সামরিক ঘাঁটির মধ্যে একটিতে গত ৮ জানুয়ারি ইরানের ক্ষেপণাস্ত্র হানায় বেশ কয়েকজন মার্কিন সেনা জখম হয়েছিলেন। শুক্রবার প্রকাশিত খবরে এ কথা জানা গিয়েছে। প্রাথমিকভাবে অবশ্য পেন্টাগন জানিয়েছিল, ওই হামলায় তাদের বাহিনীর কেউ আঘাত পাননি।
ওয়াশিংটন: ইরাকে আমেরিকার দুটি সামরিক ঘাঁটির মধ্যে একটিতে গত ৮ জানুয়ারি ইরানের ক্ষেপণাস্ত্র হানায় বেশ কয়েকজন মার্কিন সেনা জখম হয়েছিলেন। শুক্রবার প্রকাশিত খবরে এ কথা জানা গিয়েছে। প্রাথমিকভাবে অবশ্য পেন্টাগন জানিয়েছিল, ওই হামলায় তাদের বাহিনীর কেউ আঘাত পাননি। বৃহস্পতিবার রাতে মার্কিন সেন্ট্রাল কম্যান্ডের মুখপাত্র জানিয়েছেন, বাহিনীর ১১ জন কর্মীকে ইরাকের আল আসাদ বায়ুসেনা ঘাঁটি থেকে বিমানে করে নিয়ে আসা হয়েছে এবং আঘাত জনিত সমস্যার জন্য তাঁদের চিকিত্সা করা হচ্ছে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ও আধিকারিকরা বলেছিলেন, ৮ জানুয়ারি ইরানের হামলায় কেউ হতাহত হননি। কিন্তু এখন সিএনএন-কে এক মার্কিন সামরিক আধিকারিক বলেছেন, ওই হামলায় ১১ জন সামরিক কর্মী জখম হয়েছিলেন।
বৃহস্পতিবার ইরাক ও সিরিয়ায় আইএসআইএস-এর বিরুদ্ধে সংগ্রামে নিযুক্ত মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ৮ জানুয়ারি ইরানের হামলায় মার্কিন বাহিনীর কেউ নিহত হননি। বিস্ফোরণের ফলে কয়েকজনকে ঝিমুনির লক্ষ্মণের জন্য চিকিত্সা করা হচ্ছে।
সেন্ট্রাল কম্যান্ড মুখপাত্র ক্যাপ্টেন বিল উরবান বলেছেন, নিয়ম অনুসারে এই চত্বরে থাকা সমস্ত কর্মীদের পরীক্ষা করা হয়েছে এবং যাঁদের চিকিত্সার প্রয়োজন রয়েছে, তাঁদের বাইরে নিয়ে আসা হচ্ছে।
গত ৩ জানুয়ারি ইরানের মেজর জেনারেল কাসেম সোলেমানি বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছিলেন। এর পাল্টা ইরান ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল ইরান।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement