এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
বালুচিস্তানে শুক্রবারের প্রার্থনার পর বিস্ফোরণ, হত ২৫, জখম পাক সেনেটের ডেপুটি চেয়ারম্যান
করাচি: মৃত্যুর দুয়ার থেকে ফিরে এলেন পাকিস্তানের সেনেটের ডেপুটি চেয়ারম্যান মৌলানা আবদুল গফুর হায়দরি। অশান্ত বালুচিস্তানের মাস্তাং এলাকায় শুক্রবারের দুপুরের প্রার্থনা শেষে তিনি স্থানীয় মসজিদ থেকে বেরিয়ে আসছিলেন। আচমকা বিস্ফোরণ হয়, যার নিশানা ছিলেন তিনিই। বিস্ফোরণের তীব্রতায় তাঁর গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়, তিনি জখম হন। মারা যান ২৫ জন। আহত হন আরও ৩৫-৪০ জন। বালুচিস্তানের রাজধানী কোয়েটার প্রায় ৭০ কিমি দূরে হয়েছে এই প্রচণ্ড শক্তিশালী বিস্ফোরণ। ১৫-র বেশি আহতের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন মাস্তাং হাসপাতালের জনসংযোগ অফিসার।
মৌলানা ফজলুর রহমানের জামিয়াত-ই-ইসলাম ফজল দলের নেতা হায়দরি। নিহতদের অধিকাংশই তাঁর দলের সদস্য। হায়দরিকে টার্গেট করে আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানিয়েছেন সেনেট চেয়ারম্যান রাজা রব্বানি। বলেছেন, আমি বালুচিস্তানের মুখ্যসচিবকে হায়দরিকে বিমানে কোয়েটায় নিয়ে আসার নির্দেশ দিয়েছি।
সূত্রকে উদ্ধৃত করে জিও টিভি-র খবর, হায়দরিকে সিভিল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। টিভি ফুটেজে দেখা যাচ্ছে, বিস্ফোরণে হায়দরির গাড়ির বিরাট ক্ষতি হয়েছে, গাড়িচালক নিহত হয়েছেন।
দুনিয়া টিভি-কে তিনি সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেছেন, বড় মাপের বিস্ফোরণ হয়েছে। আঘাত পেয়েছি, তবে ঠিক আছি। নিহতদের জন্য কষ্ট পাচ্ছি।
জেলা পুলিশ অফিসার গজনফর আলির মত, বিস্ফোরণের মূহূর্তে গাড়িতে ছিলেন না, সেজন্যই রক্ষা পেয়েছেন হায়দরি।
কী ধরনের বিস্ফোরণ এটি, সে ব্যাপারে গজনফর বলেছেন, আত্মঘাতী হামলা হতে পারে এটা, তবে এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
এখনও কোনও জঙ্গি গোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার করেনি। বালুচিস্তান গত বেশ কয়েক বছরে বারবার সন্ত্রাসবাদী, বিচ্ছিন্নতাবাদীদের নাশকতায় জর্জরিত হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement