এক্সপ্লোর
Advertisement
কাবুলে দুটি বাসে বিস্ফোরণ, হত অন্তত ২৭ পুলিশ, জখম ৪০
কাবুল: কাবুলে বড় মাপের বিস্ফোরণ। নাশকতা ঘটানো হয়েছে পশ্চিম কাবুলের একটি জেলায়। পুলিশকর্মীদের নিয়ে যাওয়া দুটি বাসে আত্মঘাতী হামলা চালানো হয়েছে, একটি সূত্রের দাবি। দুটি বিস্ফোরণে চুরমার হয়েছে দুটি বাসই। আফগানিস্তান সরকারের পাশাপাশি তালিবান সূত্রেও বিস্ফোরণের কথা জানা গিয়েছে। অন্তত ২৭ জন পুলিশকর্মী নিহত হয়েছেন। জখম প্রায় ৪০ জন। এলাকাটিতে গরিব মানুষের বাস, জানিয়েছেন আফগানিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রকের এক মুখপাত্র। শীর্ষ সরকারি অফিসার অবশ্য বলেছেন, আমরা কী ধরনের বিস্ফোরণ হয়েছে, আত্মঘাতী হামলা, না গাড়িবোমা বিস্ফোরণ-তা জানার চেষ্টা করছি।
অভ্যন্তরীণ মন্ত্রকের মুখপাত্র সেদিক সিদ্দিকি বলেছেন, দুটি বিস্ফোরণ হয়েছে। নিশানা ছিল কাবুলের উপকণ্ঠে পুলিশকর্মীদের বাস।
হামলার খবর সমর্থন করে তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদেরও দাবি, অনেকে হতাহত হয়েছে।
প্রসঙ্গত, ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর হাতে তালিবান ক্ষমতা হারানোর পর থেকে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে আফগানিস্তানে। ২০১৪ সালে বিদেশি বাহিনী সরে যাওয়ার পর হামলা, হিংসার মাত্রা বেড়েছে। তবে এ মাসের গোড়াতেই মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আফগান শরিকদের সঙ্গে বোঝাপড়ার মাধ্যমে তালিবানকে আরও সরাসরি মোকাবিলা করতে নির্দেশ দিয়েছেন মার্কিন সেনাকে।
প্রসঙ্গত, কিছুদিন আগেই ভয়াবহ বিস্ফোরণে কাবুলে নিহত হয়েছেন ১৪ জন নেপালি নিরাপত্তারক্ষী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement