Barbados: ৪০০ বছরের শাসনের অবসান, ব্রিটিশের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে স্বাধীন বার্বাডোস
ব্রিটিশ উপনিবেশ থেকে সম্পূর্ণ বেরিয়ে গিয়ে রিপাবলিক হয়ে গেল বার্বাডোস। রানি দ্বিতীয় এলিজাবেথকে আনুষ্ঠানিক সরকার প্রধানের পদ থেকে সরিয়ে এই ঘোষণা করেছে বার্বাডোস।
নয়া দিল্লি: ব্রিটিশ (Britain) সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ব্রিটিশ উপনিবেশ থেকে সম্পূর্ণ বেরিয়ে গিয়ে রিপাবলিক হয়ে গেল বার্বাডোস (Barbados)। রানি দ্বিতীয় এলিজাবেথকে আনুষ্ঠানিক সরকার প্রধানের পদ থেকে সরিয়ে এই ঘোষণা করেছে বার্বাডোস। অর্থাৎ প্রায় ৪০০ বছরের শাসনের অবসান। রানির শাসন সরিয়ে ব্রিটিশের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে স্বাধীন হল বার্বাডোস।
বার্বাডোসের রাজধানী ব্রিজটাউনে গতকাল মধ্যরাতে ডেম স্যান্ডা ম্যাসন সে দেশের স্বাধীনতার ৫৫তম বার্ষিকীতে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন। ব্রিটিশ রানিকে সরকারপ্রধানের পদ থেকে সরিয়ে দেওয়ার মধ্য দিয়ে প্রায় চারশ বছরের উপনিবেশের অবশিষ্ট অংশও শেষ করল দেশটি। মধ্যরাতে রাজধানী ব্রিজটাউনের চেম্বারলিন ব্রিজে সমবেত হাজার হাজার মানুষের উল্লাসের মধ্য দিয়ে নতুন রিপাবলিক বার্বাডোস। জনাকীর্ণ হিরোস স্কয়ারে ২১ বার তোপধ্বনি এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
বার্বাডোজে ওপনিবেশিক শাসন শেষ হল। এখন সেই দেশ পুরোপুরি গণতান্ত্রিক দেশ হিসেবে স্বীকৃতি পেল। এখন সে দেশ- এর গভর্নর জেনারেল হবেন স্যান্ডা মেসন। স্যান্ড্রা মেসন সেখানকার অ্যাটর্নি এবং বিচারপতির দায়িত্বও সামলাবেন। তিনি ভেনেজুয়েলা, কলম্বিয়া চিলি এবং ব্রাজিলে রাষ্ট্রদূতের কাজ করেছেন। তিনি মঙ্গলবার রাতে রাষ্ট্রপতি পদে শপথ নেবেন। আর এভাবেই রচিত হল ইতিহাস। ব্রিটেন থেকে আলাদা হয়ে আরও এক গণতান্ত্রিক দেশ হিসেবে আত্মপ্রকাশ করল।
নাচ, গান এবং বক্তব্যের পর বার্বাডোসের প্রথম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন সান্দ্রা। চেম্বারলিন ব্রিজে সমবেত হাজার হাজার মানুষ উল্লাসে ফেটে পড়ে। এ ছাড়া জনাকীর্ণ হিরোস স্কয়ারে ২১ বার তোপধ্বনি দিয়ে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। বার্বাডিয়ান গায়িকা রিহানা সেখানে উপস্থিত ছিলেন।
বার্বাডোজ ছিল ব্রিটিশ কলোনি বা উপনিবেশ। এটি পরিচিত ছিল লিটল ইংল্যান্ড নামে। বার্বাডোজের নাগরিকেরা নিজেদের প্রথম রাষ্ট্রপতি বেছে নিয়েছেন। তিনি দুই তৃতীয়াংশ ভোট পেয়েছেন।