Lottery Prize: এক ঝটকায় বদলে গেল ভাগ্য! একসঙ্গে ২০ টি লটারিতে জয় এক ব্যক্তির
A person won 20 Lottery Prizes: আমেরিকার ভার্জিনিয়ার ওই ব্যক্তি পাঁচ হাজার ডলারের ২০ টি লটারির টিকিট কিনেছিলেন। লটারির মোট পুরস্কার মূল্য ছিল ১ লক্ষ ডলার।
ভার্জিনিয়া : ধনী হওয়ার স্বপ্ন দেখেন না, এমন লোক কার্যত বিরল। লটারি জিতে রাতারাতি কোটিপতি হয়ে উঠেছেন, এমন লোকও রয়েছেন। কিন্তু তা বলে একসঙ্গে ২০ টি লটারি জেতার কথা কি কেউ শুনেছেন! হ্যাঁ, এমনটা বাস্তবেই ঘটেছে। আশ্চর্যজনক হলেও এই ঘটনা ঘটেছে আমেরিকার ভার্জিনিয়ায়। এক ব্যক্তির কপাল এমনই খুলল যে তিনি একটি-আধটি নয়, পুরো ২০ টি লটারি জিতলেন। এই ২০ টি লটারি জিতে ওই ব্যক্তি ১ লক্ষ ডলার অর্থাৎ ৭৪,৯১,৫৪০ টাকা পুরস্কার হিসেবে পেয়েছেন (1 Lakh Dollar Lottery Prize) ।
উল্লেখ্য, আমেরিকার ভার্জিনিয়ার ওই ব্যক্তি পাঁচ হাজার ডলারের ২০ টি লটারির টিকিট কিনেছিলেন। লটারির মোট পুরস্কার মূল্য ছিল ১ লক্ষ ডলার। আর আশ্চর্যের ব্যাপারে ওই ব্যক্তির ২০ টি টিকিটই বাজিমাৎ করে এবং তিনি ১ লক্ষ ডলার পুরস্কার জিতে যান। ওই ব্যক্তির নামও জানা গিয়েছে। তাঁর নাম উইলিয়াম নিউয়েল। তিনি আলেকজান্দ্রিয়ার বাসিন্দা।
ওই ব্যক্তির লটারি জয়ের পর ভার্জিনিয়ার লটারি আধিকারিকরা বলেছেন যে, সাধারণত ওই ব্যক্তি বাড়ির পাশে একটি লটারি স্টোর থেকেই টিকিট কিনতেন। কিন্তু এবারই প্রথমবার অনলাইনে টিকিট কিনেছিলেন তিনি। গত ২৩ অক্টোবর একদিনে ওই ব্যক্তি ২০ টি টিকিট কিনেছিলেন।
লটারি বিজয়ী উইলিয়াম নিউয়েল বলেছেন, একটা দারুণ অনুভূতি হচ্ছে। এতে কোনও সন্দেহই নেই। লটারিতে প্রাপ্ত অর্থ কীভাবে ব্যয় করবেন, সে বিষয়ে এখনও কোনও পরিকল্পনা করেননি।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, পিক ফোর ড্রয়িং-এর জন্য একই ধরনের ২০ টি লটারির টিকিট কেটেছিলেন নিউয়েল। লটারি বিজয়ী সংখ্যার সঙ্গে তাঁর টিকিটের নম্বর মেলাতে গিয়ে প্রথমটা বিশ্বাসই করতে পারছিলেন না নিউয়েল। বারবার মিলিয়ে দেখেন। দেখতে পান যে, তাঁর টিকিটগুলির সঙ্গে নম্বর মিলে গিয়েছে। তিনি ৫-৪-১-১ নম্বর বেছে নিয়েছিলেন। মেলাতে গিয়ে দেখলেন, তার টিকিটের নম্বর হুবহু মিলে গিয়েছে। আর তিনি পেতে চলেছেন ১ লক্ষ ডলারের পুরস্কার।