এক্সপ্লোর
Advertisement
সবুজ বাঁচাতে ২ হাজার ক্যাঙারু মেরে ফেলবে অস্ট্রেলিয়া
মেলবোর্ন: বিপুল সংখ্যাবৃদ্ধির ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। তাকে রক্ষা করতেই প্রায় ২ হাজার ক্যাঙারুকে নিধন করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।
প্রতি বছরই ক্যাঙারুদের সংখ্যা নিয়ন্ত্রণ করার উদ্যোগ নেয় অস্ট্রেলিয়া। জানা গিয়েছে, দেশের রাজধানী ক্যানবেরা সহ গোটা জেলা বা অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরিতে (এসিটি) এই নিধন-প্রক্রিয়া চলবে। জানা গিয়েছে, এসিটি-তে ১০টি অভয়ারণ্য রয়েছে। বিকেলের পর সেগুলি বন্ধ রেখে এই নিধন-প্রক্রিয়া চালানো হবে।
এই অঞ্চলের উদ্যান ও সংরক্ষণের অধিকর্তা ডেনিয়েল ইগলেসিয়াস জানিয়েছেন, ইস্টার্ন গ্রে প্রজাতির ক্যাঙারুর বংশ অত্যাধিক মাত্রায় বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, এর ফলে পরিবেশের ভারসাম্যের ব্যাপকহারে ক্ষতি হচ্ছে। তাই তাকে নিয়ন্ত্রণ করা আবশ্যিক হয়ে পড়েছে।
ডেনিয়েল জানান, ক্যাঙারুদের বংশ-বিস্ফোরণের ফলে কিছু অঞ্চলের সবুজ একেবারে ধ্বংস হয়ে যেতে বসেছে। এখনই এর নিয়ন্ত্রণ করা না হলে পরিস্থিতি ভয়াবহ আকার নেবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। পাশাপাশি, ক্যাঙারুদের বন্ধ্যাত্বকরণ নিয়েও গবেষণা চলছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, গত ২ বছরে প্রায় ৪ হাজার ক্যাঙারু নিধন করেছে অস্ট্রেলিয়া প্রশাসন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement