Afghanistan News: 'আমাদের রক্ষা করুন', আর্তি আফগান সাংবাদিকদের
দেড়শো জন সাংবাদিক, চিত্র সাংবাদিক, ও ক্যামেরাম্যানের তাদের বার্তা একসঙ্গে নথিবদ্ধ করে খোলা চিঠি দিয়েছেন
কাবুল : 'আমাদের রক্ষা করুন'। টানা হুঁশিয়ারি, কন্ঠরোধের চেষ্টা ও ভয় দেখানোর পরিপ্রেক্ষিতে ঠিক এই ভাষাতেই খোলা চিঠি লিখলেন আফগানিস্তানের সংবাদমাধ্যমের (Afghan journalists) সদস্যরা। দেড়শো জন সাংবাদিক, চিত্র সাংবাদিক, ও ক্যামেরাম্যানের তাদের বার্তা একসঙ্গে নথিবদ্ধ করে খোলা চিঠি দিয়েছেন রাষ্ট্রপুঞ্জ (United Nations), মানবাধিকার কমিশন (human rights organizations) ও বিভিন্ন সংবাদমাধ্যমের স্বাধীন-সত্ত্বা ও স্বার্থ রক্ষার্থে গঠিত বিভিন্ন সংস্থার ( media-supporting organizations) উদ্দেশে।
চিঠিতে আফগান সংবাদমাধ্যমের প্রতিনিধিরা উল্লেখ করেছেন, 'সংবাদমাধ্যমের কর্মীরা ও তাঁদের পরিবারকে ক্রমশ দমবন্ধ করা এক ভয়ের পরিবেশের মধ্যে কাজ করতে হচ্ছে। আমাদের ও আমাদের পরিবারের প্রাণ বাঁচানোর আর্জি রাখছি রাষ্ট্রপুঞ্জ ও সেখানের বিভিন্ন সদস্য দেশের কাছে।' গত দু'দশক ধরে সংবাদমাধ্যমের সংবাদ পরিবেশনের স্বাধীনতা রক্ষার তাগিদকে সামলে রেখে অনেক লড়াই করা হয়েছে বলেই উল্লেখ করা হয়েছে চিঠিতে। প্রাণ বাঁচানোর আর্তি জানানোর পাশাপাশি আফগান সংবাদমাধ্যমের প্রতিনিধিদের বিশ্বের কাছে বার্তা, এই কঠিন অবস্থায় এগিয়ে আসুন। মানবিকতার খাতিরে রক্ষা করার জন্য বাড়িয়ে দিন সাহায্যের হাত।
প্রখ্যাত আফগান সাংবাদিকরা কী বলছেন (Afghanisthan journalists, cameramen and photographers)
প্রখ্যাত আফগান সাংবাদিক আহমেদ নাভিদ খায়োস বলেছেন, 'গোটা পরিস্থিতির দিকে শুধু তাকিয়ে না থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিক বিশ্ব, এটুকুই প্রার্থনা।' অপর এক পরিচিত আফগান সংবাদমাধ্যমের মুখ রাফিউল্লা নিখজাদ বলেছেন, 'এক ভয়ের আবহে ঘেরা বর্তমান ও অনিশ্চিত ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে আমরা সবাই।' যে সাংবাদিকরা এই চিঠি লিখেছেন, তাদের মধ্যে রয়েছে বেশ কয়েকজন মহিলা সাংবাদিকও, যাদের হয় চাকরি ছেঁটে ছাঁটাই হতে হয়েছে, বা তালিবানি ফতোয়ার কোপে বন্ধই করে দিতে হয়েছে তাঁরা যে সংবাদসংস্থার কাজ করতেন সেগুলো।
আফগানিস্তান দখলের পর প্রথমে মুখে মহিলাদের সমানাধিকার, সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষার বার্তা দিলেও তালিবানরা (Taliban) কাজে করছে একেবারে উল্টোটা। আফগানিস্তানের সর্ববৃহৎ প্রচলিত সংবাদমাধ্যমের মহিলা অ্যাঙ্করদের ছাঁটাই করে দেওয়া হয়েছে তালিবান ফতোয়া। এমনিতেই কান্দাহারে রেডিও এবং টিভিতে বিনোদনমূলক সঙ্গীতানুষ্ঠান নিষিদ্ধ ! মহিলা কন্ঠস্বর নিষিদ্ধ ! এরপর তালিবানরা আরও নৈরাজ্য সৃষ্টি করল কাবুলিওয়ালার দেশে। আগ্নেয়াস্ত্র হাতে সোজা ঢুকে পড়ে স্টুডিওতে। তারপর অ্যাঙ্করকে গান পয়েন্টে রেখে পড়ানো হল সংবাদ ! তালিবানরা যা বলছে, ঠিক তাই আউড়াতে হল উপস্থাপককে। এই পরিস্থিতির মাঝে পড়েই গোটা বিশ্বের কাছে সাহায্যের আর্তি আফগান সংবাদমাধ্যমের কর্মীদের।
আরও পড়ুন স্টুডিওয় হুড়মুড়িয়ে ঢুকে পড়ল তালিবান, মাথায় বন্দুক তাক করে পড়ানো হল খবর !