
Afghanistan Crisis : স্টুডিওয় হুড়মুড়িয়ে ঢুকে পড়ল তালিবান, মাথায় বন্দুক তাক করে পড়ানো হল খবর !
অ্যাঙ্করকে গান পয়েন্টে রেখে পড়ানো হল সংবাদ ! তালিবানরা যা বলছে, ঠিক তাই আউড়াতে হল উপস্থাপককে।

নয়াদিল্লি : কান্দাহারে রেডিও এবং টিভিতে বিনোদনমূলক সঙ্গীতানুষ্ঠান নিষিদ্ধ ! মহিলা কন্ঠস্বর নিষিদ্ধ ! এরপর তালিবানরা (Taliban )আরও নৈরাজ্য সৃষ্টি করল কাবুলিওয়ালার দেশে। আগ্নেয়াস্ত্র হাতে সোজা ঢুকে পড়ল নিউজ চ্যানেলের স্টুডিওয়। তারপর ....
অ্যাঙ্করকে গান পয়েন্টে রেখে পড়ানো হল সংবাদ ! তালিবানরা যা বলছে, ঠিক তাই আউড়াতে হল উপস্থাপককে। আফগানিস্তানের (Afghanistan)একটি নিউজ চ্যানেলে ৭ জন সশস্ত্র তালিবান ঢুকে পড়ে। এরপর সোজা স্টুডিওয়। সেখানে চলছিল সংবাদপাঠ। পাঠকের ঠিক পিছনে চলে যায় বন্দুকধারীরা। বন্দুকের নল তাক করা হয় তাঁর দিকে। তারপর তিনি কী খবর পড়বেন, কী প্রশ্ন করবেন, তা পাশে বন্দুক হাতে দাঁড়িয়ে থেকে নির্দেশ দেওয়া হয়।
তালিবানের নতুন ফতোয়া, রেডিও ও টিভিতে মহিলা কণ্ঠস্বর সম্প্রচার করা যাবে না! কান্দাহারে রেডিও ও টিভিতে বিনোদনমূলক সঙ্গীতানুষ্ঠানও নিষিদ্ধ করেছে তালিবান! ক্ষমতা দখলের পরই তালিবান নির্দেশ দিয়েছে, হিজাব ছাড়া মহিলারা রাস্তায় বেরোতে পারবে না।
অ্যাঙ্করকে গান পয়েন্টে রেখে সংবাদ পরিবেশন! চূড়ান্ত নৈরাজ্য আফগানিস্তানে, ভিডিওটি দেখুন এই লিঙ্কে ক্লিক করে
ক্ষমতা দখলের পরেই আফগানিস্তানে সরকারি টেলিভিশনে মহিলা অ্যাঙ্করকে ছাঁটাই করে দেওয়া হয়। তাঁর জায়গায় আনা হয় পুরুষ সঞ্চালককে। তালিবান-শাসনে মহিলারা কাজ করতে পারবেন, আফগানিস্তান দখলের পর আশ্বাস দিয়েছিলেন তালিবান মুখপাত্র জয়বুল্লা মুজাহিদ। বাস্তবে দেখা যাচ্ছে উল্টো ছবি। যত দিন যাচ্ছে, মহিলাদের উপর ততই নৃশংস হয়ে উঠছে তালিবান।
গত ২৫ অগাস্ট কর্মরত মহিলাদের বাড়িতে থাকার পরামর্শ দেয় তালিবান। তালিবানের মুখপাত্র জবিউল্লা মুজাহিদের দাবি, মহিলাদের সম্মানরক্ষায় তাদের নতুন সদস্যরা প্রশিক্ষিত নয়। তাই নিরাপত্তার স্বার্থে আপাতত চাকরিজীবী মহিলাদের ঘরে থাকার পরামর্শ দেয় তালিবান মুখপাত্র। পাশাপাশি, তার আশ্বাস, এই বন্দিদশা সাময়িক।
অন্যদিকে আজ কাবুল (Kabul) বিমানবন্দরে ফের নাশকতার চেষ্টা হয়। একটি গাড়ি থেকে বিমানবন্দর লক্ষ্য করে ছোড়া হল পরপর ৫টি রকেট। হামলা বানচাল করল মার্কিন এয়ার ডিফেন্স সিস্টেম। হামলার নেপথ্যে আইএস (IS-K) খোরাসান রয়েছে বলে অনুমান। এর আগে সকাল থেকেই কাবুলের আকাশে ঝাঁকে ঝাঁকে রকেট উড়ে যেতে দেখা যায়। এই পরিস্থিতিতে বাড়ছে আতঙ্ক। গতকালই বিস্ফোরক বোঝাই আত্মঘাতী আইএস জঙ্গিদের গাড়ি মাঝ রাস্তায় ড্রোন হামলায় উড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করে আমেরিকা। কাবুল বিমানবন্দরের কাছে জনবসতিপূর্ণ এলাকায় রকেট হামলা হয়। মৃত্যু হয় এক শিশু-সহ ৬ জনের। আহত হন বেশ কয়েকজন। ৩১ অগাস্ট শেষ হচ্ছে আফগানিস্তান (Afghanistan) থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ডেডলাইন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
