Kabul Explosion: কাবুলের সেনা হাসপাতালে জোড়া বিস্ফোরণ, মৃত ১৯, আহত ৫০
Kabul Explosion near Hospital: সেনা হাসাপাতালে জোড়া বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন।
কাবুল: মঙ্গলবার জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল (Kabul)। সেনা হাসাপাতালে জোড়া বিস্ফোরণের (Explosion) ঘটনায় এখনও পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা প্রায় ৫০, এএফপি সংবাদসংস্থা সূত্রে খবর।
আফগানিস্তানের (Afghanistan) টোলোনিউজকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানায়, "আজ কাবুল শহরের পুলিশ ডিস্ট্রিক্ট নম্বর ১০- এ দুটি বিস্ফোরণ ঘটেছে। প্রথম বিস্ফোরণটি হয় সর্দার মহম্মদ দাউদ খান হাসপাতালের সামনে। দ্বিতীয় বিস্ফোরণটিও আরেক সেনা হাসপাতালের কাছাকাছি একটি এলাকায় ঘটে। বিস্ফোরণ এলাকা থেকে গুলির শব্দও শোনা গেছে।"
আফগান সংবাদমাধ্যমের পক্ষ থেকেই জানানো হয় ওই জোড়া বিস্ফোরণের ঘটনায় অন্ততপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা প্রায় ৫০। তবে এখনও চলছে উদ্ধারকাজ। তাই আহত এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে।
এই হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। কাবুলের এই সর্দার মহম্মদ দাউদ খান হাসপাতাল হল আফগানিস্তানের সব থেকে বড় সেনা হাসপাতাল। জানা যায়, এর আগে আরও একবার ২০১৭ সালের আগস্ট মাসে তালিবান গোষ্ঠী এই হাসপাতালের ওপর হামলা চালিয়েছিল। তখন ওই হামলায় ৩০ জনের মৃত্যু হয়েছিল বলে খবর।
কিছুদিন আগেও তালিবান মুখপাত্রের মায়ের অন্ত্যেষ্টির সময় মসজিদে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটেছিল। কাবুলের ইদগাহ মসজিদের পাশে বিস্ফোরণ ঘটেছিল।বেশ কয়েকজনের সাধারণ মানুষের নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। ওই মসজিদে তালিবান নেতা জাবিউল্লা মুজাহিদের মায়ের অন্ত্যেষ্টি ক্রিয়া চলছিল বলে জানা যায়।