এক্সপ্লোর
Advertisement
ছবির মতো সুন্দর এই দ্বীপের বাসিন্দা প্রায় ৪ হাজার প্রজাতির সাপ, সাধারণের প্রবেশ সেখানে নিষিদ্ধ
পৃথিবীতে এমন অনেক জায়গা রয়েছে, যেগুলি রহস্যে-রোমাঞ্চে পরিপূর্ণ। এমনই একটি জায়গা রয়েছে, যা সম্পূর্ণভাবে সাপেদের বাসস্থান। ব্রাজিলে রয়েছে এমনই একটি জায়গা, যা পরিচিত স্নেক আইল্যান্ড নামে।
নয়াদিল্লি: পৃথিবীতে এমন অনেক জায়গা রয়েছে, যেগুলি রহস্যে-রোমাঞ্চে পরিপূর্ণ। এমনই একটি জায়গা রয়েছে, যা সম্পূর্ণভাবে সাপেদের বাসস্থান। ব্রাজিলে রয়েছে এমনই একটি জায়গা, যা পরিচিত স্নেক আইল্যান্ড নামে। এই দ্বীপে রয়েছে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সব সাপ। দূর থেকে দেখলে ওই দ্বীপ ছবির মতো। কিন্তু ভেতরে হিসহিসিয়ে ঘুরছে অসংখ্য সাপ।
এই দ্বীপের প্রকৃত নাম ইলহা ডা কুয়েইমেডা। এখানে ভিন্ন ভিন্ন প্রায় ৪,০০০ প্রজাতির সাপ রয়েছে। এখানে ভাইপার প্রজাতির সাপও পাওয়া যায়। এই সাপ তীব্র বিষধর এবং উড়তেও সক্ষম।
সাধারণ মানুষের এই দ্বীপে যাওয়া নিষিদ্ধ করে রেখেছে ব্রাজিলের নৌসেনা। এখানে অনুমতি সাপেক্ষে শুধুমাত্র গবেষণার জন্য যেতে পারেন সর্প বিশেষজ্ঞরা। যদিও উপকূলবর্তী এলাকাতেই গবেষণা চালিয়ে তাঁদের ফিরে আসতে হয়। দ্বীপের ভেতরে তাঁরাও যান না। তবে চোরাশিকারীদের এ সবের পরোয়া নেই। তারা অবৈধভাবে সাপ ধরে বেচে দেয়। এখানে যে গোল্ডেন ল্যান্সহেড পিট ভাইপার রয়েছে, আন্তর্জাতিক বাজারে এর দাম প্রায় ১৮ লক্ষ টাকা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement