এক্সপ্লোর
Advertisement
সাইবেরিয়ায় শপিং মলে বিধ্বংসী আগুন, মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৫৩
মস্কো: রাশিয়ার সাইবেরিয়ার শিল্পশহর কেমেরোভোর একটি শপিং মলে বিধ্বংসী আগুন। মৃতের সংখ্যা বেড়ে হল ৫৩। তাঁদের মধ্যে বেশ কয়েকজন মহিলা ও শিশু। আহত আরও কয়েকজন। এখনও সেখানে থাকা বেশ কয়েকজনের খোঁজ পাওয়া যাচ্ছে না। ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
রাশিয়ার সংবাদমাধ্যম সূত্রে খবর, স্থানীয় সময় অনুযায়ী রবিবার বিকেল পাঁচটা নাগাদ উইন্টার চেরি নামে ওই শপিং মলের চতুর্থ তলায় আগুন লাগে। এরপরেই শুরু হয় উদ্ধারকার্য। ২০০-রও বেশি মানুষকে উদ্ধার করেন দমকলকর্মীরা। প্রথমে জানা যায়, এই অগ্নিকাণ্ডে ৩৭ জনের মৃত্যু হয়েছে। সেই সময় জানা যায়, ৬৯ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের মধ্যে ৪০টি শিশু আছে। ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা ছিলই। সেই আশঙ্কাই এখন সত্যি বলে প্রমাণিত হচ্ছে।
প্রাথমিকভাবে অনুমান, শপিং সেন্টারের প্রেক্ষাগৃহ থেকে আগুন লাগে। তার জেরে দু’টি অডিটোরিয়ামের ছাদ ভেঙে পড়ে। যে সমস্ত জায়গায় আগুন ছড়িয়ে পড়ে, সেখানে বেশ কয়েকটি রেস্তোরাঁ, সিনেমা হল, বিনোদন কেন্দ্র থাকায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
বিনোদনের
জেলার
ক্রিকেট
Advertisement