এক্সপ্লোর
Advertisement
এসসিও-র অনুষ্ঠানে ট্যাবলোতে লালকেল্লা পাকিস্তানে!
বেজিং: সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর অনুষ্ঠানে বিভ্রাট। ভারতের তিরঙা পতাকা সহ লালকেল্লাকে লাহৌরের শালিমার গার্ডেন হিসেবে দেখানো হল পাকিস্তান ট্যাবলোতে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছেন আয়োজকরা। এসসিও-তে ভারত ও পাকিস্তানের অন্তর্ভূক্তি উপলক্ষ্যে বেজিং-এর সংগঠনের সদর দফতরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
চিনের বিদেশমন্ত্রী ওয়াং ইয়াই, চিনে নিযুক্ত ভারতীয় দূত বিজয় গোখেল এবং পাক দূত মাসুদ খালিদ সহ এসসিও-র অন্য সদস্য দেশগুলির প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বর্ণাঢ্য ওই অনুষ্ঠানে ভারতের জাতীয় পতাকা সহ লালকেল্লাকে লাহৌরের শালিমার গার্ডেন হিসেবে দেখানোর ঘটনাটি চোখে পড়ে ভারত ও পাক কূটনীতিবিদদের । এই বিভ্রাটের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন এসসিও-র আধিকারিকরা। তাঁরা বলেছেন, ট্যাবলোগুলিতে ব্যবহৃত ছবি খতিয়ে দেখার কাজ সঠিকভাবে হয়নি।
গত সপ্তাহে আস্তানায় শীর্ষ সম্মেলনে ছয় সদস্যের এই সংগঠনের সদস্য করা হয়েছে ভারত ও পাকিস্তানকে। ভারত ও পাকিস্তান ছাড়াও এই সংগঠনের বাকি সদস্য দেশগুলি হল-চিন, কাজাখস্তান, কিরগিজস্তান, রাশিয়া, উজবেকিস্তান।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
জেলার
Advertisement