এক্সপ্লোর
Advertisement
বাংলাদেশে ফের সংখ্যালঘুদের ধর্মীয় স্থানে হামলা
ঢাকা: বাংলাদেশে ফের দুষ্কৃতী তাণ্ডব। সংখ্যালঘুদের দুটি ধর্মীয় স্থানে হামলা চালালো দুষ্কৃতীরা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
নেত্রকোনা জেলার ময়মনসিংঘোরোহী গ্রামে সংখ্যালঘুদের একটি ধর্মীয়স্থানে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। ঘটনার খবর পেয়ে এলাকায় আসে পুলিশ। নেত্রোকোনা সদর পুলিশের ওসি শাহনুর-ই-আলম জানিয়েছেন, ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে এবং দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন বলেছেন, ঘটনাটি খুবই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুন্ন করার জন্য কিছু কায়েমি স্বার্থ এই হামলা চালিয়ে থাকতে পারে। ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দেওয়া হবে।
এছাড়াও পাবনা জেলার বেরাতেও একটি সংখ্যালঘু ধর্মীয় স্থানে ভোররাতে হামলা চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি কয়েকটি জায়গায় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটেছে। গত অক্টোবরে ব্রাহ্মণবেড়িয়া জেলার নাসিরপুরে সংখ্যালঘুদের ছটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। এছাড়াও ধর্মীয় স্থানেও ভাঙচুরের ঘটনা ঘটে।
বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশন বলেছে, জমি হাতিয়ে নেওয়ার জন্য ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সুপরিকল্পিতভাবে হামলা করা হচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement