প্রেমিকের খাওয়ানো মাদকের নেশার ঘোরে এক ব্যক্তিকে ৭০ বার ছুরি, কুঠার মেরে হত্যা করল তরুণী
গিপসল্যান্ড: জোর করে প্রেমিকের খাওয়ানো মাদকের নেশার ঘোরে এক ব্যক্তিকে ৭০ বার ছুরি ও কুঠার দিয়ে কুপিয়ে হত্যার দায়ে এক তরুণীকে ১০ বছরের কারাবাসের সাজা দিল অস্ট্রেলিয়ার একটি আদালত।
খবরে প্রকাশ, ঘটনাটি ঘটে ২০১৪ সালের জুন মাসে। ভিক্টোরিয়া প্রদেশের গিপসল্যান্ডের মোরওয়েলে তরুণীর অ্যাপার্টমেন্টে একটি পার্টি করছিল আততায়ী তরুণী বনি সয়ার-থমসন, তার প্রেমিক ফিলিপ মিফসুদ এবং নিহত জ্যাক ন্যানকার্ভিস।
পুলিশ জানায়, তিনজনই সেদিন প্রচুর পরিমাণ গাঁজা, জিএইচবি (হাইড্রক্সিব্যুটারিক অ্যাসিড) ও বরফ সেবন করেছিল। এরপরই, থমসন আচমকা জ্যাকের ওপর হামলা করে। নেশার ঘোরে জ্যাক নিজেকে বাঁচাতে পারেননি।
এদিকে, আদালতে থমসন জানায়, ওইদিন মিফসুদ-ই তাকে এই হত্যায় উস্কানি দিয়েছিল। তার দাবি, মিফসুদ তাকে জোর করে মাদক খাইয়ে দিয়েছিল। পাশাপাশি, তরুণী আরও জানায়, জ্যাককে না হত্যা করলে মিফসুদ তার পরিবারকে মেরে ফেলার হুমকিও দিয়েছিল।
শুধু তাই নয়, তরুণী আরও জানায়, মিফসুদ আগেও বহুবার তার ওপর অত্যাচার চালিয়েছে। তার দাবি, কখনও তাকে বুলেটের খোল গিলে খেতে বাধ্য করা, কিম্বা কখনও তার কাপড়ের মধ্যে বাজি লুকিয়ে রাখা। তরুণী এ-ও জানায়, একবার তার মাথায় বোতলও ভেঙেছিল মিফসুদ।
যদিও, ঘটনার আগে মিফসুদ অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে যাওয়ায় তার বিরুদ্ধে কোনও অভিযোগ দাখিল করতে পারেনি পুলিশ। আদালতে কেবলমাত্র থমসনের বিরুদ্ধেই মামলা হয়। আদালত জানিয়েছে, ৪ বছর পর প্যারোলের জন্য আবেদন করতে পারবে থমসন।