এক্সপ্লোর
Advertisement
বাগদাদে পরপর বিস্ফোরণ, মৃতের সংখ্যা ছুঁয়েছে ৮৩, আহত ১৭০-এর বেশি
বাগদাদ: ইরাকের বাগদাদে ভিড়ে ঠাসা বাজারে পরপর দুটি বিস্ফোরণে মৃতের সংখ্যা ৮০ ছাড়িয়েছে, আহত ১৭৬। শিয়া অধ্যুষিত কারাদা জেলায় শনিবার সন্ধেয় ঘটে প্রথম বিস্ফোরণ। রমজান মাসে সন্ধের সময় বাজারে এসে কেনাকাটা করছিল বহু পরিবার। ছিলেন যুবক যুবতীরাও। সে সময় গাড়ি বোমা বিস্ফোরণে মুহূর্তে প্রাণ হারান ১৮জন মানুষ। তার অল্প পরেই পূর্ব বাগদাদে আইইডি বিস্ফোরণে ৫জনের মৃত্যু হয়। তারপর থেকেই এই দুই বিস্ফোরণে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
ঘটনার দায়িত্ব স্বীকার করেছে আইএস। নিজেদের ওয়েবসাইটে তারা বলেছে, শিয়া ‘ধর্মভ্রষ্ট’-দের বিরুদ্ধে মুজাহিদিনদের লড়াই চলছে, চলবে। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল, আশপাশের বহুতলগুলি পুড়ে খাক হয়ে যায়, রবিবারও বাড়িগুলি থেকে উদ্ধার করা হচ্ছে একের পর এক পোড়া দেহ। তাদের মধ্যে অনেকেই শিশু। চলছে আগুন নেভানোর কাজও। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিস্ফোরণের জেরে আশপাশের জামাকাপড়ের দোকান ও মোবাইলের দোকানেও আগুন লেগে যায়।
ঠিক এক সপ্তাহ আগে ইরাকি সেনা ঘোষণা করেছিল, ফালুজা শহরকে পুরোপুরি আইএস দখলমুক্ত করেছে তারা। এর আগে পশ্চিম বাগদাদের রামাদি, হিট ও রুতবা শহরকেও আইএসের কবজা থেকে উদ্ধার করা হয়েছে। কিন্তু যুদ্ধক্ষেত্রে ইরাকি সেনা জিতলেও এ ধরনের ছায়া যুদ্ধে গোটা ইরাককে বারবার ছারখার করে দিচ্ছে আইএস। এখনও ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মোসুল ও উত্তর ও পশ্চিমাংশের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা দখলে রেখেছে তারা, যা গোটা ইরাকের ১৪ শতাংশের কম নয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement