এক্সপ্লোর
নরেন্দ্র মোদিকে টেলিফোনে জয়ের শুভেচ্ছাবার্তা শেখ হাসিনার
নরেন্দ্র মোদিকে টেলিফোন করে লোকসভা নির্বাচনে দ্বিতীয়বার বিপুল ভোটে জয়ের জন্য শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইসঙ্গে ভারত-বাংলাদেশ সম্পর্ককে এক নতুন মাত্রা দেওয়ার কথাও বললেন তিনি। পাঁচ মিনিটের কথোপকথনে হাসিনা বলেন, 'মানুষ যে আপনার ওপর কতটা ভরসা রাখেন তা ভোটের ফলই বলে দিচ্ছে'।

ঢাকা: নরেন্দ্র মোদিকে টেলিফোন করে লোকসভা নির্বাচনে দ্বিতীয়বার বিপুল ভোটে জয়ের জন্য শুভেচ্ছা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইসঙ্গে ভারত-বাংলাদেশ সম্পর্ককে এক নতুন মাত্রা দেওয়ার কথাও বললেন তিনি। পাঁচ মিনিটের কথোপকথনে হাসিনা বলেন, 'মানুষ যে আপনার ওপর কতটা ভরসা রাখেন তা ভোটের ফলই বলে দিচ্ছে'। দুই দেশের মধ্যে নিরাপত্তা, বাণিজ্য, এবং যোগাযোগ বাড়ানোর কথাও আলোচনা করা হয়। কথা হয় বঙ্গবন্ধু মুজিবর রহমানের ১০০ বছরের জন্মদিন ও বাংলাদেশ মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে পরিকল্পিত কাজগুলি নিয়েও। হাসিনা আরও বলেন, ভারত বাংলাদেশ সম্পর্ক প্রতিবেশী দেশগুলির কাছে নজির স্থাপিত করেছে। আগামী দিনে এই সম্পর্কের আরও উন্নতির কথা ভাববে দুই দেশ। বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আবদুল মোমেন মোদিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ভারতের নতুন সরকার গঠনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ঢাকা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
বাংলাদেশ
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের






















