এক্সপ্লোর
Advertisement
পুতিনের দলের হয়ে রাশিয়ায় অ্যাসেম্বলি ভোটে জয়ী বিহারের এই বাসিন্দা
নয়াদিল্লি: রাশিয়ার প্রাচীন শহর কুর্ক্স। ১৯৪৩-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলারের বাহিনীর পরাজয়ের স্মৃতি বহণ করছে এই শহর। এবার সেই শহরের সঙ্গে ভারতীয়-যোগ। কুর্স্ক সিটি অ্যাসেম্বলির একজন নির্বাচিত সদস্য এক ভারতীয় বংশোদ্ভূত। তাঁর নাম অভয় কুমার সিংহ। বিহারের পটনা থেকে রাশিয়ায় এসেছিলেন তিনি।
প্রাদেশিক নির্বাচনে ইউনাইটেড রাশিয়া পার্টির টিকিটে ডেপুট্যাট পদে জয়ী হয়েছেন অভয়। এই পদ ভারতে বিধায়ক পদের সমতূল্য। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ১৮ বছর ধরে ক্ষমতায় রয়েছেন। গত মার্চে ফেডারেল অ্যাসেম্বলির ভোটে তিন-চতুর্থাংশ আসনে জিতেছে পুতিনের দল।
গত বছরের এপ্রিলে ইউনাইটেড রাশিয়া পার্টির সদস্য হন অভয়। এর কিছুদিনের মধ্যেই কুর্ক্স সিটি অ্যাসেম্বলির ডেপুট্যান্ট নির্বাচিত হন তিনি।
পটনায় লোয়ালা হাইস্কুল থেকে পড়াশোনা শেষ করে রাশিয়া যান অভয়। নব্বইয়ের দশকের শুরুতে ডাক্তারি পড়তে সেদেশে গিয়েছিলেন তিনি।
কুর্ক্স স্টেট মেডিক্যাল ইউনিভার্সিটি থেকে স্নাতক হওয়ার পর পটনায় ফিরে ডাক্তারি শুরু করেন তিনি। কিন্তু যেমনটা চেয়েছিলেন, তেমনটা না হওয়ায় কুর্ক্সে ফিরে গিয়ে ওষুধের ব্যবসা শুরু করেন তিনি। শীঘ্রই অ-শ্বেতাঙ্গ বিদেশী হিসেবে সমস্ত বাধা কাটিয়ে ব্যবসায় সাফল্য লাভ করেন তিনি। এরপর জমিজমার কারবারও শুরু করেন তিনি।
ব্যবসায়িক সাফল্যের সঙ্গে সঙ্গে স্থানীয় বিষয়ের সঙ্গেও জড়িয়ে পড়েন। স্থানীয় নাগরিকদের সঙ্গে তাঁর সম্পর্ক তৈরি হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
খুঁটিনাটি
জেলার
Advertisement