এক্সপ্লোর
আমেরিকায় স্বামীনারায়ণ মন্দির থেকে পড়ে গিয়ে কিশোরের মৃত্যু

নিউ ইয়র্ক: আমেরিকার নিউ জার্সিতে একটি নির্মীয়মাণ মন্দির থেকে ৪৫ ফুট নীচে পড়ে গিয়ে মারা গেল ১৬ বছরের এক কিশোর। মৃত ছেলেটি পেনসিলব্যানিয়ার হ্যাটফিল্ডের বাসিন্দা। সে ও তার পরিবারের সদস্যরা স্বামীনারায়ণের উপাসক। নিউ জার্সির রবিনসভিল এলাকায় নির্মীয়মাণ শ্রী স্বামীনারায়ণ মন্দিরে স্বেচ্ছাসেবক হিসেবে কাজকর্মের তদারকি করছিল সে। তখনই সে ৪৫ ফুট ওপর থেকে নীচে পড়ে যায়। ছেলেটিকে তখনই নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। ঘণ্টাখানেক পর সেখানেই তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, বিষয়টি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে, তবে এ ব্যাপারে তদন্ত করছে তারা। মৃতের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















