এক্সপ্লোর
Advertisement
ব্রিটেনে ‘সন্ত্রাসবাদী’ সন্দেহে মহিলা যাত্রীকে মুখঢাকা নিকাব সরাতে বললেন চালক, ক্ষমা চাইল বাস কোম্পানি
লন্ডন: ‘সন্ত্রাসবাদী’ ‘বাসে বিস্ফোরণ ঘটাতে পারেন’ বলে মনে হওয়ায় ব্রিটেনের বাসে নিকাব বা বোরখা পরা মহিলা যাত্রীকে মুখের ওপর থেকে আবরণ সরাতে বললেন চালক। বিবিসির খবর, ফার্স্ট বাস ২৪-এ ইস্টন থেকে ব্রিস্টল সিটি যাচ্ছিলেন ২০ বছর বয়সি ওই মহিলা। তাঁর দাবি, ২ মাসের বাচ্চাকে নিয়ে বাসে ওঠার পর থেকেই সন্দেহের চোখে তাঁকে দেখতে থাকেন চালক। মহিলা বলেন, চালক তাঁকে উদ্দেশ্য করে মন্তব্য করেন, দুনিয়াটা বিপজ্জনক, তারপর তাঁর মুখ দেখতে চান। উনি আমায় বিপজ্জনক, আতঙ্ক সৃষ্টিকারী বলেন। পুরো যাত্রাপথ এ নিয়েই কথা বলতে থাকেন। উনি ধরে নেন, আমি বাসে বিস্ফোরণ ঘটাব। কিন্তু সেটা কী করে সম্ভব, আমার সঙ্গে বাচ্চা আছে! চালক আমায় সন্ত্রাসবাদী ধরে নিয়ে লাগাতার অপমানজনক মন্তব্য করতে থাকেন, বলতে থাকেন, সবার উচিত, পাশের লোকটির মুখটা দেখে নেওয়া। কেন আমি মুখ ঢাকা পোশাক পরেছি, প্রশ্ন করেন। প্রকাশ্যে অপমানিত হলাম। আমি হতাশ। ২০১৮-য় এসে আমাদের এমন করা অনুচিত। আমায় সেই প্রচলিত ছকেই দেখানো হল।
এদিকে ফার্স্ট বাস ক্ষমা চেয়েছে। সংস্থার মুখপাত্র বলেছেন, আমাদের এক চালক নিজস্ব মতামত প্রকাশ করেছেন। এতে ওই যাত্রীর বিড়ম্বনার জন্য আমরা তাঁর কাছে নিঃশর্ত ক্ষমা চাইছি। ওই চালক অসহিষ্ণু আচরণ করেছেন যা আমাদের গভীর বিশ্বাসে লালিত মূল্যবোধের একেবারে পরিপন্থী। আমাদের সংস্থাকে সবাইকে নিয়ে। সেখানে কাস্টমার বা কর্মীদের দেশ, জাতি, ধর্ম, প্রেক্ষাপট নির্বিচারে সবাই স্বাগত।
বাসের বাকি যাত্রীদের মধ্যে এক হিজাব পরা মহিলা সেই লাঞ্ছিত মহিলার হয়ে চালককে বলেন, বুঝতে পারছি না, উনি কী ও কেন পরবেন, তা নিয়ে আপনার কীসের মাথাব্যথা! তবে বাসচালকের জবাব, আমায় ভাবতে হচ্ছে কেননা দুনিয়াটা বিপজ্জনক। আমাদের পরস্পরের মুখ দেখা উচিত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement