Taliban: তালিবান সরকারকে স্বীকৃতি দিতে পারে চিন, জঙ্গি গোষ্ঠীর সদস্যকে জেল থেকে মুক্তি দিল পাকিস্তান
চিন যেমন জানিয়েছে সরকার গঠনের পরই তাঁরা আফগানিস্তানে তালিবান শাসনকে স্বীকৃতি দেবে।
নয়া দিল্লি: রবিবারই আফগানিস্তান দখল করে তালিবান। এরপর থেকেই সেদেশ ছাড়ার হিড়িক পড়ে গেছে সাধারণ নাগরিকদের মধ্যে। তালিবান আতঙ্কে নিজের মাটি ছেড়ে দূরে পালিয়ে যাওয়ার মরিয়া চেষ্টার ছবি দেখা গেছে । এই পরিস্থিতে উদ্বিগ্ন ভারত। আফগানিস্তান থেকে ভারতে আসার জন্য বিশেষ -ভিসা চালু থেকে বিশেষ বিমানে করে নাগরিকদের ফিরিয়ে আনা প্রক্রিয়া জারি রেখেছে ভারত। এদিকে এই আবহে দুই পড়শি দেশ চিন এবং পাকিস্তান তালিবানের পক্ষেই নিজেদের অবস্থান রেখেছে।
চিন যেমন জানিয়েছে সরকার গঠনের পরই তাঁরা আফগানিস্তানে তালিবান শাসনকে স্বীকৃতি দেবে। বুধবার চিনের তরফে বলা হয়েছে আফগানিস্তানে তালিবানরা সরকার গঠন করার পর কূটনৈতিক স্তরে কীভাবে সম্পর্ক এগোনো যায় সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে। চিনের বিদেশ মন্ত্রকের তরফে মুখপাত্র ঝাও লিজিয়ান একটি সাংবাদিক বৈঠকে বলেন যে আফগান ইস্যুতে চিনের অবস্থান সুস্পষ্ট।
অন্যদিকে, আফগান কুর্সিতে তালিবান ক্ষমতায় আসতেই তালিবান সদস্য মোল্লা মহম্মদ রসুলকে কারাগার থেকে মুক্তি দিয়েছে। তালিবান গোষ্ঠীর অন্যতম সদস্য মহম্মদ রসুলকে পাঁচ বছর কারাবাস ভোগ করার পর এবার মুক্তি দিয়েছে। অভিযোগ ছিল মোল্লা মহম্মদ রসুল তালেবান থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন একটি দল গঠন করছিল। সেই অভিযোগেই তাঁকে গ্রেফতার করেছিলে পাক সরকার। যদিও এখন রসুল তালিবানেই ফিরে গিয়েছে।
যদিও রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ভারত জানায় তালিবান সরকারকে ভারত সরকার স্বীকৃতি দেয় না। নিরাপত্তা পরিষদের অধীনে থাকা ১৯৩টি দেশের মধ্যে অনেকেই ভারতের এই অবস্থান সমর্থন করেছে। তবে বিপক্ষে থেকেছে রাশিয়া, চিন এবং পাকিস্তান সহ আর ও বেশ কয়েকটি দেশ।
ইতিমধ্যেই ভারতীয়দের সে দেশ থেকে ফেরাতে মঙ্গলবারই বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অমিত শাহ, রাজনাথ সিংহদের উপস্থিতিতে নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠক হয়। কারজাই বিমানবন্দর সুরক্ষিত হলেই বিমান পাঠানোর চেষ্টা করা হবে। অবিলম্বে আটকদের ফিরিয়ে আনার চেষ্টায় রয়েছে কেন্দ্র।