সীমান্ত সংঘাত: ভারতীয় সাংবাদিকদের তিব্বত যেতে দিল না চিন
নয়াদিল্লি ও বেজিং: ভারতীয় সাংবাদিকদের প্রস্তাবিত তিব্বত সফর বাতিল করল চিন। নয়াদিল্লির চিনা দূতাবাস থেকে এই কথা জানানো হয়েছে।
প্রতি বছরই কিছু সাংবাদিকদের তিব্বত সফরের আয়োজন করে থাকে চিন। এবছরও তেমনটাই করা হয়েছিল। সেই অনুযায়ী, চিনা সরকারের আমন্ত্রণেই আগামী ৮ থেকে ১৫ জুলাই ভারতীয় সাংবাদিকদের এক প্রতিনিধিদলের তিব্বত যাওয়ার কথা ছিল।
কিন্তু, সাম্প্রতিককালে, সিকিম-ভূটান সীমান্তে ভারত ও চিনা সেনার মধ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরেই, সিকিম সেক্টরের ডোকলাম অঞ্চলকে নিজেদের বলে দাবি করে আসছে চিন। বেজিংয়ের অভিযোগ, গত ১৮ তারিখ, ভারতীয় সেনা ডোকলামে ঢুকে তাদের সড়ক নির্মাণে বাধা দিয়েছে।
জবাবে, ভারতীয় ভূখণ্ডে ঢুকে ২টি অস্থায়ী সেনা বাঙ্কার গুঁড়িয়ে দেয় চিনা পিএলএ জওয়ানরা। পাশাপাশি, কয়েকদিন আগে, সিকিমের নাথু লা দিয়ে ভারতীয় তীর্থযাত্রীদের কৈলাশ মানস সরোবর যাত্রা বাতিল করে চিন। প্রতিবাদস্বরূপ, বেজিংয়ের কাছে ক্ষোভ জানায় দিল্লি।
গতকালই চিনের সরকারি সংবাদমাধ্যম জিনহুয়া জানায়, সীমান্ত বিরোধ মেটাতে গেলে ভারতকে সিকিম থেকে সেনা প্রত্যাহার করতে হবে। আর এদিন ভারতীয় সাংবাদিকদের প্রস্তাবিত সফর বাতিল করা হল। কূটনৈতিক মহলের মতে, সীমান্তে পরিবর্তিত পরিস্থিতির ফলেই সফর বাতিল করা হয়েছে।