China Earthquake: গাড়িতে বসে যাত্রী, দুলছে গোটা রাস্তা, ভূমিকম্প তছনছ চিন, মৃত কমপক্ষে ৬৫
Earthquake Hits China: চেংদুেত একাধিক বাড়ি ভেঙে পড়েছে। তার সংলগ্ন চোংকিং মেগাসিটিতেও ক্ষয়ক্ষতি হয়েছে বিপুল।
বেজিং: তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড পড়শি দেশ চিনের বিস্তীর্ণ এলাকা। সোমবার স্থানীয় সময় দুপুর ১২টা বেজে ৫২ মিনিট নাগাদ কেঁপে ওঠে চিন (China Earthquake)। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৮। তাতে কমপক্ষে ৬৫ জনের মৃত্য হয়েছে। চিনের ‘গ্লোবাল টাইমস’ সংবাদপত্র জানিয়েছে, সোমবার এক ঘণ্টার মধ্যে সাত সাত বার কেঁপে ওঠে সিচুয়ান প্রদেশ (Sichuan Province)। তীব্র কম্পনের ফলে পার্বত্য এলাকায় জায়গায় জায়গায় ধস নেমেছে। বিস্তীর্ণ এলাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন গোটা দেশের।
তীব্র ভূমিকম্পে লন্ডভন্ড চিনের সিচুয়ান প্রদেশ
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল সিচুয়ান প্রদেশে, ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে। নতুন করে করোনার প্রকোপ দেখা দেওয়ায় গত সপ্তাহেই সিচুয়ান প্রদেশে কড়া বিধিনিষেধ জারি করা হয়। বাড়ির বাইরে বেরনো বন্ধ ছিল নাগরিকদের। তাতেই মৃত্যুসংখ্যা ৬০ ছাড়িয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। মৃত্যুসংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। এখনও পর্যন্ত ৫০ জন আহত হয়েছেন বলে খবর মিলেছে।
চিন সরকার জানিয়েছে, সিচুয়ান প্রদেশের চেংদু শহরের ২২৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের লুদিং পার্বত্য এলাকায় ভূমিকম্পের উৎপত্তি। তাতে ইয়াং এলাকায় ১৯ জনের মৃত্যু হয়েছে। গাংচিতে মারা গিয়ছেন ২৯ জন।
Magnitude 6.8 earthquake in Sichuan Province. At least 46 dead.
— Things China Doesn't Want You To Know (@TruthAbtChina) September 6, 2022
Many people were locked inside their home due to CCP covid policy. If their building had collapsed during an aftershock, they would have been trapped inside and killed by their own government.
September 5, 2022
🔊 pic.twitter.com/CJrd8NUjKZ
চেংদুেত একাধিক বাড়ি ভেঙে পড়েছে। তার সংলগ্ন চোংকিং মেগাসিটিতেও ক্ষয়ক্ষতি হয়েছে বিপুল। ধস নেমে বন্ধ রাস্তাঘাট। টেলিফোন থেকে ইন্টারনেট সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন সেখানের সঙ্গে। ওই এলাকায় প্রায় ১০ হাজার মানুষের বাস। সেখানে বিদ্যুৎ পরিষেবাও বিপর্যস্ত।
যুদ্ধকালীন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকার্যের নির্দেশ দিয়েছেন চিনের প্রেসিডেন্ট শি চিনপিং। সিচুয়ান প্রদেশে ইতিমধ্যেই ৫০০ জনের একটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় যে ছবি এবং ভিডিও সামেন এসেছে, তাতে আতঙ্কিত মানুষ জনকে প্রাণ হাতে নিয়ে এ দিক ওদিক ছুটে বেড়াতে দেখা গিয়েছে।
A man under rubble was successfully saved by the rescue team with team members' bare hands.
— Caoli 曹利 (@Cao_Li_CHN) September 5, 2022
At least 30 people confirmed to be killed till now in the 6.8-magnitude earthquake in Luding County, Ganzi, Sichuan of China🙏🙏🙏#Ludingearthquake pic.twitter.com/tdRN8QUPUv
করোনায় বাড়িতে আটকে পড়াতেই এত বেশি মৃত্যু বলে মনে করা হচ্ছে
পরিস্থিতি সামাল দিতে এই মুহূর্তে সিচুয়ান প্রদেশে লেভেল-২ সতর্কতা জারি করা হয়েছে, ভূমিকম্প সংক্রান্ত ঘটনার ক্ষেত্রে যা দ্বিতীয় সর্বোচ্চ বলে গন্য হয়। আগামী কয়েক ঘণ্টায় এর আফটারশক অনুভূত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।